ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বৈশাখীতে ‘শাহরুখ খান শো’ সরাসরি সম্প্রচার

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১০

বলিউড সুপারস্টার শাহরুখ খান আগামী ৯ ডিসেম্বর ঢাকায় আসছেন। ১০ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অন্তর শোবিজের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘কিং খান লাইভ ইন ঢাকা’ শো।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন।

অন্তর শোবিজ ও বৈশাখী টেলিভিশনের আয়োজনে ২৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ের সুরমা লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেয়া হয়। তার আগে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন, প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ও আরো অনেকে।

বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন বলেন, বৈশাখী টেলিভিশনের নতুন যাত্রাপথে আমরা নতুন নতুন চমক নিয়ে দর্শকদের সামনে পৌছাতে তৎপর। তারই অংশ হিসেবে এই চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে ‘শাহরুখ খান শো’। দর্শকদের সহযোগিতায় বৈশাখী টেলিভিশন শিক্ষা, তথ্য ও বিনোদন জগতে নতুন নতুন মাত্রা যোগ করতে চায়।

অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, বাংলাদেশের শোবিজে এবারই প্রথম এতো বড় কোনো ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন দিনের এই শুভ সূচনায় সহযাত্রী হিসেবে বৈশাখী টেলিভিশনকে সঙ্গে পেয়ে আমরা আনন্দিত।

অনুষ্ঠানে জানানো হয়, ‘কিং খান লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই বর্নাঢ্য আয়োজনে অংশ নিতে শাহরুখ খানের সঙ্গে বাংলাদেশ আসছেন রানী মুখার্জি, ইশা বোপিকার, শেফালী জরিওয়ালা, অর্জূন রামপাল, নৃত্য পরিচালক গনেশ হেজ, সঙ্গীত শিল্পী নিরাজ শ্রীধর সহ ৪৮ জনে নৃত্যদল। একই মঞ্চে বাংলাদেশ থেকে পারফর্ম করবেন ঢালিউডের নায়ক শাকিব খান, চিরসবুজ সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ এবং অর্ধশতাধিক নৃত্যশিল্পী।

‘কিং খান লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠান উপলক্ষে ঢাকা আর্মি স্টেডিয়ামকে একাটি নয়নাভিরাম থিয়েটারের আদলে সাজানো হচ্ছে। গ্যালারিতে বাসার আয়োজনের পাশাপাশি মাঠে থাকছে চেয়ার ও সোফা। অনুষ্ঠানটির টিকিট মূল্য ব্রোঞ্জ শাখা প্রতিটি ৩ হাজার টাকা, সিলভার শাখা ৫ হাজার টাকা, গোল্ড শাখা ১০ হাজার টাকা এবং প্লাটিনাম শাখা ২৫ হাজার টাকা।

বাংলাদেশ স্থানীয় সময় ১৪৫০, নভেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।