ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বেরিয়েছে ‘মনের মানুষ’-এর অডিও অ্যালবাম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০

ফকির লালন শাহের জীবন ও দর্শন অবলম্বনে নির্মিত ছবি ‘মনের মানুষ’-এর অডিও সিডি বাজারে এসেছে। লালনের আঠারটি গান ও টাইটেল মিউজিক নিয়ে সিডিটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন।



খ্যাতিমান চলচ্চিত্রকার গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ ছবিটি ৩ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতে এক যোগে মুক্তি পাচ্ছে। লালনসঙ্গীতের প্রচলিত সুরে ছবির গানগুলো সঙ্গীত পরিচালনা করেছেন গৌতম ঘোষ। যন্ত্রসঙ্গীত পরিচালনায় ছিলেন তপন কুমার দে। গানগুওলো রেকর্ড করা হয় এইচএমভি স্টুডিওতে।

‘মনের মানুষ’-এর অডিওর ১৮টি গানের মধ্যে রয়েছে আর আমারে মারিসনে মা (সুরঞ্জিত বর্মন), জলের ওপর পানি (কালিকা প্রসাদ ও কোরাস), যেখানে সাঁইয়ের বারামখানা (ফরিদা পারভীন ও লতিফ শাহ), আমার মাত্তর দুইখানা চাকা (কালিকা প্রসাদ), এলাহি আলমীন গো আলা (লতিফ শাহ), অনেক ভাগ্যের ফলে (কালিকা প্রসাদ), ফকিরি করবি ্যাপা (লতিফ শাহ), করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন (ফরিদা পারভীন), ডুবে দ্যাখ দেখি মন (লতিফ শাহ), খাঁচার ভেতর অচিন পাখি (ফরিদা পারভীন ও লতিফ শাহ), সময় গেলে সাধন হবে না (ফরিদা পারভীন), খেয়েছি বেজেতে কচু (লতিফ মাহ), পাখি কখন জানি উড়ে যায় (উপালী চট্টোপাধ্যায়), আকাশটা কাঁপছিলো ক্যান (গোলাম ফকির), ধন্য ধন্য বলি তারে (ফরিদা পারভীন, উপালী চট্টোপাধ্যায়, এনাি ভট্টাচার্য, রাজু দাস ও লতিফ শাহ), অজান খবর না জানিলে (লতিফ শাহ), সপ্ততালা ভেদ করিলে (অন্তরা চৌধুরী, পলব ঘোষ ও কোরাস) এবং মিলন হবে কত দিনে (লতিফ শাহ, চন্দা মজুমদার, রাজীব দাস ও ফরিদা পারভীন)।

বাংলালিংক নিবেদিত ‘মনের মানুষ’ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি., আশীর্বাদ চলচ্চিত্র ও রোজ বেলি ফিল্মস। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সঙ্গীত পরিচালনা, সম্পাদনা ও পরিচালনা করেছেন গৌতম ঘোষ। ছবিটিতে অভিনয় করেছেন প্রসেনজিত, পাওলি ধাম, সৈয়দ হাসান ইমাম, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, চম্পা, রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী প্রমুখ।

একই দিন দুই বাংলায় ছবিটি মুক্তি পাচ্ছে প্রায় একশটি সিনেমা হলে।

বাংলাদেশ স্থানীয় সময় ১২৫০, নভেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।