ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সাপ পুষতে চান নিকোল কিডম্যান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১০

যুক্তরাষ্ট্রের নাশভিলে নিজের মতো করে পোষা প্রাণীর খামার তৈরি করছেন অভিনেত্রী নিকোল কিডম্যান। শখ করে পুষছেন দক্ষিণ আমেরিকার উটসদৃশ প্রাণী আলপাকাস।

খামারটিকে সমৃদ্ধ করতে এখন তিনি পুষতে চান সাপ।

‘আমার খামারটিকে বিচিত্র প্রাণী দিয়ে ভরে তুলতে চাই। এখন সাপ সংগ্রহ করতে চাই। আমি সাপ ভীষণ পছন্দ করি। তবে সিদ্ধান্তটি খুব একটা বাস্তবসম্মত নয় সেটা আমি বুঝতে পারছি,’ কিডম্যান কথাগুলো বলেন কন্টাক্টমিউজিকডটকমকে।

অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী এই অভিনেত্রী বলেন, ‘আমি খামারে আলপাকাস পুষছি, কারণ এই প্রাণী দেখতে খুব সুন্দর। তাদের গায়ে চমৎকার লোম। খুব ঠান্ডা মেজাজের প্রাণী। এখন এর সঙ্গে বৈসাদৃশ্য রেখেই অন্যরকম প্রাণী পুষতে চাই। ’

বাংলাদেশ স্থানীয় সময় ১৭৩২, ডিসেম্বর ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।