ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এবার লক্ষ্মী এসেছে ক্যামেরনের ঘরে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১১

জেমস ক্যামেরনের ঝুলিতে কত রকম পুরস্কারই না আছে। ছবি বানিয়ে কত খ্যাতিই না অর্জন করেছেন তিনি।

তবে ছবি বানানোর পুরস্কার হিসেবে শুধু সরস্বতীই নয়, লক্ষ্মীকেও পেয়েছেন তার ঘরে। তিনি এখন হলিউডের সবচে ধনী ব্যক্তি।

‘টাইটানিক’-খ্যাত এই পরিচালক ‘অবতার’-এর চিত্রনাট্য লিখে, প্রযোজনা এবং পরিচালনা করে অঢেল অর্থ উপার্জন করেছেন। খবর : কন্টাক্টমিউজিক.কম

২০১০ সালে তিনি ঘরে তুলেছেন ২৫৭ মিলিয়ন ডলারেরও বেশি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেতা জনি ডেপ। তিনি আয় করেছেন ১০০ মিলিয়ন ডলার। প্রায় ৮০ মিলিয়ন ডলার আয় করে তৃতীয় স্থান অর্জন করেছেন প্রবীণ পরিচালক স্টিভেন স্পিলবার্গ।

তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ‘ইনসেপশন’-এর পরিচালক ক্রিস্টোফার নোলান ও এই ছবির অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিও।

বাংলাদেশ সময় ০০৫২, ফেব্রুয়ারি ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।