ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বঞ্চিত শিশুদের সাথে শিল্পার ভ্যালেন্টাইন ডে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১

বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠী এবারের ভ্যালেন্টাইন ডে কাটাবেন বঞ্চিত শিশুদের সাথে। ভালোবাসা দিবসকে অর্থবহ করে তুলতেই ৩৫ বছর বয়সী তারকার এ পরিকল্পনা।

তার এ ব্যতিক্রমী চিন্তার কথা টুইটারে বন্ধু কিরন বাওয়াকে লিখেছেন যিনি শিল্পার স্পা স্টোরের অংশীদার।

শিল্পা লিখেছেন, ‘ভ্যালেন্টাইনদের জন্য আমরা ভালোবাসা উপহার দিই। আমরাও পথশিশুদের ভালোবাসা দেব, আমাদের স্পা সেন্টারের এ মাসের ১০ শতাংশ আয় তাদের জন্য  খরচ করে। তাই প্রত্যেকেই আমাদের সেন্টারে আসুন এ কাজে অংশগ্রহণ করতে। ’

শিল্পা না হয় একটি ভিন্ন পথে ভালোবাসা দিবস পালন করবেন কিন্তু তার রোমান্টিক স্বামী রাজকুন্দ্র কীভাবে এ দিনটি কাটাবেন, সে সম্পর্কে একটি বর্ণও লিখেননি তিনি।

বাংলাদেশ সময় ০০৩৫, ফেব্রুয়ারি ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।