ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঢাকায় গোলাম আলী নাইট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১১

উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী গোলাম আলী ঢাকায় আসছেন। আগামী ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘গোলাম আলী নাইট’-এ তিনি গজল পরিবেশন করবেন।



ডায়মন্ড ওয়ার্ল্ড নিবেদিত ‘গোলাম আলী নাইট’ আয়োজনে রয়েছে একুশেডটকম। ইভেন্টির মিডিয়া পার্টনার দৈনিক সমকাল এবং টিভি পার্টনার  বৈশাখী টিভি। আকর্ষণীয় এ গজল সন্ধার ইভেন্ট ম্যানেজমেন্টে দায়িত্বে রয়েছে মিরর।

গোলাম আলীর গজল পরিবেশনার পাশাপাশি অনুষ্ঠানে থাকছে ফ্যাশন শো ও ডিনার পার্টি। ‘গোলাম আলী নাইট’-এর জনপ্রতি টিকিট মূল্য ২১২০ টাকা। টিকিট পাওয়া যাচ্ছে ধানমন্ডির মিরর অফিস (রোড-১২/এ, বাড়ি-৭৯), বসন্ধরা সিটির স্যামসঙ মোবাইল প্লাজা, গুলশান-১ এর ডায়মন্ড ওয়ার্ল্ড শোরুম এবং গুলশান-১ এর অল কমিউনিটি কাব লিমিটেডে। এছাড়াও শোর দিন হল কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।    

বাংলাদেশ সময় ১৩৩৫, ফেব্রুয়ারি ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।