ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অনাকাক্সিত তুমি : নারী দিবসের বিশেষ নাটক

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মার্চ ২, ২০১১

আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ। এই দিন আরটিভিতে প্রচার হবে নারী দিবসের বিশেষ নাটক ‘অনাকাক্সিত তুমি’।

শারমীন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

‘অনাকাক্সিত তুমি’ নাটকের গল্পে দেখা যাবে, মা আর ছেলে সকালের সুখের সংসার। পাশের ফ্যাটে থাকে অহনা। অহনা একটি বিশ্ববিদ্যালয়ে শিকতা করে। পাশের বাসার সকালের মায়ের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক। তার সঙ্গে অহনা সব বিষয় শেয়ার করে। এমন কি বিয়ের পর যে সে রোড এক্সিডেন্টে তার স্বামীকে হারিয়েছে সে বিষয়টিও। স্বামীকে হারানোর পর সে একাকি জীবন বেছে নিয়েছে। সকালের বোন রাত্রির বাচ্চা হবে, তাই মা চলে যান কানাডাতে। এদিকে বাইরের খাবার খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পরে সকাল। সকালকে সেবা করে সুস্থ করে তোলে অহনা। সকাল আস্তে আস্তে অহনার প্রতি দুর্বল হয়ে পরে। এক পর্যায়ে তাদের ভালোবাসা হয়। অহনাকে বিয়ে করতে চায় সকাল। কানাডা থেকে মা ফিরে এলে সকাল মাকে বলে। তখনই ঘটনা নতুন দিকে মোড় নেয়।

নারী দিবসের বিশেষ নাটক ‘অনাকাক্সিত তুমি’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিন্দু , আরেফিন শুভ, শর্মিলী আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময় ১৪২০, মার্চ ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।