ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দেশে ফিরেছেন অপি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ৫, ২০১১

জনপ্রিয় অভিনেত্রী অপি করিম স্থাপত্য বিদ্যায় উচ্চতর পড়াশোনা করছেন। সম্প্রতি একমাসের ছুটিতে তিনি দেশে ফিরেছেন।

এই ছুটিতে অপি আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি একাধিক নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন।

নাট্যকার ও নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের দুটি নাটকে অভিনয় করছেন অপি করিম। আগামী ১২ মার্চ থেকে শুরু হওয়া ‘থতমত এই শহরে’ নাটকের শুটিংয়ে তিনি অংশ নিবেন। অপর নাটক ‘মানুষটা মানুষের মতো’-এর শুটিং শুরু হচ্ছে ২০ মার্চ থেকে।

‘থতমত এই শহরে’ নাটকে অপি করিমকে দেখা যাবে একজন চিত্রশিল্পীর ভূমিকায়। ছবি আঁকার জন্য তিনি এক দরিদ্র নারীকে মডেল বানান। ছবি আঁকার পাশাপাশি শুনতে থাকেন নির্যাতিত সেই নারীর গল্প। একসময় চিত্রশিল্পীর মনে হয়, তার জীবনটাও তো এরকম হতে পারতো। ‘মানুষটা মানুষের মতো’ নাটকে অপি করিমকে দেখা যাবে, বিকারগ্রস্ত এক নারীর ভূমিকায়।

অপি করিমের প্রথম সেমিস্টারের ছুটি শেষ হয়ে যাচ্ছে এ মাসেই। আগামী ২৮ মার্চ পর্যন্ত তিনি দেশে আছেন। তারপর তাকে আবারও উড়াল দিতে হবে জার্মানির উদ্দেশ্যে।

ঊাংলাদেশ সময় ১৪৩৫, মার্চ ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।