ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘কেমনে ভুলিব আমি’

শাহজাহান চৌধুরী, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

সুনামগঞ্জ: ‘কেমনে ভুলিব আমি/ বাঁচি না তারে ছাড়া / আমি ফুল বন্ধু ফুলের ভোমরা---’ বাউলসাধক শাহ আব্দুল করিমের এই মর্মস্পর্শী গানের মধ্য দিয়ে শুরু হয়েছে দু’দিন ব্যাপী ৬ষ্ঠ শাহ আব্দুল করিম লোক উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান।

শনিবার বিকাল ৪টায় আব্দুল করিমের শিষ্য বাউল আব্দুল তোয়াহেদের নেতৃত্বে  সুনামগঞ্জের দিরাইয়ের উজানধল গ্রামের মাঠে সমাপনী দিনে ভাটি বাংলার বাউলদের মিলন মেলা শুরু হয়।



এর আগে শুক্রবার বিকাল পৌনে ৪টায় শান্তির পায়রা উড়িয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। আলোচনা সভা শেষে বাউল গান উপভোগ করতে ঢাকা থেকে সস্ত্রীক ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ, সুনামগঞ্জ জেলা ও দায়রা  জজের নেতৃত্বে জেলা জজ আদালতের বিচারকরা।

সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা থেকে আগত শিল্পী ফকির সাহাবউদ্দিন ও পলাশ মঞ্চে ওঠার সাথে সাথে দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টি পণ্ড করে দেয় প্রথম রাতের বাউলা গানের অনুষ্ঠান।

করিম পুত্র শাহ নুর জালাল বাবুল বাংলানিউজকে জানান, ঢাকার শিল্পীরা রাতেই ঢাকার উদ্দেশ্যে উজানধল গ্রামের মাঠ ত্যাগ করেন।

শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখার সময়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠান চলছিল।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।