ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘কথা সত্য, সাক্ষী দূর্বল’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১১

ইভটিজিংকে বিষয়বস্ত করে নির্মিত হয়েছে নাটক ‘কথা সত্য, সাক্ষী দূর্বল’। নাটকটি প্রচারিত হবে আরটিভিতে ১৮ মার্চ শুক্রবার রাত ৮টায়।

রচনা ও পরিচালনায় রয়েছেন নোমান রবিন।

নাটকে দেখা যাবে, আবদুল কাদের ও করিমুন্নেসার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। কিছু ইভটিজার তাদের প্রেমের মধ্যে বাঁধা হয়ে দাঁড়ায়। দুজনের ভুল বোঝাবুঝির অবসান হয় বিয়ের মাধ্যমে। কিন্তু ইভটিজাররা তাদের পিছু ছাড়ে না। তারা প্রতিশোধের নেশায় ফুসলিয়ে তোলে দুজনের দুই পরিবারকে। সমস্যা সমাধানের পথ খুঁজতে গিয়ে দুই পরিবার শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়ায়।

‘কথা সত্য, সাক্ষী দূর্বল’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুক্তি, হাসান মাসুদ, চিত্রলেখা গুহ, রোজী সিদ্দিকী, মহিউদ্দিন বাহার, এস,এম,মহসিন, রাশেদ মামুন অপু, সুস্ময় শরীফ, কাজী রাজু, মোস্তফা সরোয়ার প্রমূখ।

বাংলাদেশ সময় ১৬৪০, মার্চ ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।