ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

স্বাধীনতা দিবসের অডিও অ্যালবাম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১১

বিভিন্ন উৎসবকে সামনে রেখে অডিও বাজারে প্রকাশিত হয় নতুন নতুন গানের অ্যালবাম। এবার স্বাধীনতা দিবস উপলক্ষে অডিও বাজারে এসেছে বেশ কিছু নতুন অ্যালবাম।

যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি অ্যালবামের উপর আলোকপাত করা হলো।

বাঙালির গান বাঙালির প্রাণ
স্বাধীনতার ৪০ বছর উপলে কান্ট্রি মিউজিকের ব্যানারে দেশের গান নিয়ে বেরিয়েছে অ্যালবাম ‘বাঙালির গান বাঙালির প্রাণ’। এতে রয়েছে সাদি মহম্মদ, নন্দিতা ইয়াসমিন, স্বপন দত্ত, অশোক সাহা, মাইশা আহসান মম প্রমুখ শিল্পীর গান। ১০টি গান নিয়ে সাজানো এ অ্যালবামের গানগুলো হলো ‘শোনো একটি মজিবর’, ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’,  ‘একি অপরূপ রূপে’, ‘হাজার বছর পরে’, ‘এই বাংলার মাটিতে’, ‘আমার বাউল মনের’, ‘যদি তোর ডাক শুনে’, ‘ও ভাই খাঁটি সোনার’, ‘যে দেশেতে শাপলা’ ও ‘আবার জমবে মেলা’।

প্রত্যাশা
এবারের স্বাধীনতা দিবসে রেজ রেকর্ডসের ব্যানারে বেরিয়েছে ব্যতিক্রমী গানের শিল্পী হায়দার হোসেনের চতুর্থ একক অ্যালবাম ‘প্রত্যাশা’। অ্যালবাম প্রকাশে পৃষ্ঠপোষকতা করছে শেলটেক। অ্যালবামটিতে দেশ নিয়ে ‘একাত্তর’, পরিবেশ নিয়ে ‘বুড়িগঙ্গা’, দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান নিয়ে ‘আমার পণ্য আমার দেশ’, পজিটিভ বাংলাদেশ নিয়ে ‘নবজাগরণ’, পা নিয়ে ‘পদযুগল, মন নিয়ে ‘অন্তর’ প্রভৃতি গান রয়েছে। বেশিরভাগ গানের কথা লিখেছেন হায়দার হোসেন। দুটি গান জিয়া আহমেদ স্যালির লেখা। গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই।

ভালোবাসি মাগো তোকে
এবারের স্বাধীনতা দিবস উপলকেষ লেজার ভিশনের ব্যানারে বেরিয়েছে শিল্পী রুমানা ইসলামের দেশের গানের একক অ্যালবাম ‘ভালবাসি মাগো তোকে’। এ অ্যালবামের বিভিন্ন গানের কথা লিখেছেন খান আতাউর রহমান, মুন্সী ওয়াদুদ, সাফাত খৈয়াম, আহমেদ ইমতিয়াজ বুলবুল ও কবির বকুল। সুর করেছেন খান আতাউর রহমান, শেখ সাদী খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আলাউদ্দিন আলী। অ্যালবামটিতে রয়েছে মোট ১০টি গান । উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- ‘হায়রে আমার মন মাতানো দেশ’, ‘ভালবাসি মাগো তোকে’, ‘বটের ছায়ারে’, ‘যদি আর দেখা নাই হয়’, ‘আমার সাহিত্য আমার সংস্কৃতি’ প্রভৃতি।

৫২ থেকে ৭১
৫২-এর ভাষা আন্দোলন এবং ৭১-এর মুক্তিযুদ্ধ সামনে রেখে আমাদের দেশে বিভিন্ন সময়ে নির্মিত চলচ্চিত্র থেকে নির্বাচিত কিছু গান নিয়ে একটি ভিডিও সিডি বাজারে এনেছে দেশের প্রখ্যাত অডিও ভিডিও প্রযোজনা সংস্থা ‘ঈগল মিউজিক’। স্বাধীনতা দিবস উপলে বের হওয়া এ অ্যালবামে যেসব গান স্থান পেয়েছে তা হলো- ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্র“য়ারি’, ‘কারার ঐ লৌহকপাট’, ‘দাও দাও জ্বালিয়ে দাও, এদেশ আমার, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে, দিন বদলের দিন এসেছে, ওরা বাঙ্গালী  ভাই’, ‘এই পৃথিবীর পরে’, ‘দু:খ করোনা বন্ধু আমার’, ‘দে আয় দে আয় ঘরে’, ‘এই দেশ এই মাটি’ এবং ‘আমার সোনার বাংলা’।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।