ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

স্বামীর মদাসক্তির জন্য মারভিনকে দুষেছিলেন টেইলর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১

স্বামী রিচার্ড বার্টনের অতিরিক্ত মদপানের জন্য এলিজাবেথ টেইলর দুষেছিলেন অস্কারজয়ী অভিনেতা লি মারভিনকে। টেইলরে ঘনিষ্ঠ বন্ধু স্যার রজার মুর এক স্মৃতিচারণ অনুষ্ঠানে একথা বলেন।



মুর বলেন, ‘লিজের সঙ্গে কাজ করতে গিয়ে তার অনেক ব্যক্তিগত বিষয় জানতে পেরেছিলাম। লিজ যখন রির্চাডকে বিয়ে করে সুইজারল্যান্ডের জিস্টাডে ছিলেন তখন আমরা প্রতিবেশী ছিলাম। সে সময় আমরা অনেক আড্ডাও দিয়েছিলাম। ’

টেইলরকে একজন মজার মানুষ উল্লেখ করে মুর বলেন, ‘একদিন আড্ডায় লিজ বলেছিলেন, ‘ওহ, মুর তুমি মারভিনের কাছ থেকে দূরে থেকো। সেই আমার রিচার্ডকে মদাসক্ত করে তুলেছিল। ’ আমি লিজের মঙ্গল কামনা করি। ’

বহু বছর রিচার্ড মদাসক্তিতে ভুগেছিলেন এবং ধারণা করা হয়, রিচার্ডের অতিরিক্ত মদপান টেইলরের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ।

বাংলাদেশ সময় ১৯৩৭, এপ্রিল ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।