ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চিত্রনায়ক সোহেল রানাকে হুমকি, থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

ঢাকা: বাংলা সিনেমার নায়ক সোহেল রানাকে হুমকি দেওয়ার অভিযোগে উত্তরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শীর্ষ সন্ত্রাসী জিসান ও সুব্রত বাইন পরিচয়ে মোবাইল ফোনে ওই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।



উত্তরা থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শিউলি আক্তার বাংলানিউজকে বলেন, ‘মঙ্গলবার দুপুরে চিত্রনায়ক সোহেল রানা থানায় জিডিটি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন। ’

গত ৭ এপ্রিল থেকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে জিডিতে অভিযোগ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।