ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

একজন অতিমানবী তিশা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১

পৃথিবীতে কিছু কিছু মানুষ আসে বিশেষ ক্ষমতা নিয়ে। একদিন হঠাৎ করেই তিশার মধ্যে অতিপ্রাকৃতিক ক্ষমতা আবিস্কার করে তার আশেপাশের মানুষেরা।

মানুষ তাকে সমীহ করা শুরু করে। তিশা হয়ে উঠে নিঃসঙ্গ। এরকমই একজন অতিমানবীর চরিত্রে সম্প্রতি অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তিশা।

এহসান এলাহী বাপ্পীর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ময়নাতদন্ত’-এ তিশাকে প্রথমে দেখা যাবে খুব সাদাসিধে একটি মেয়ে হিসেবে। কিন্তু একসময় দেখা যায়, তিশা যা বলছে তাই সত্যে পরিণত হচ্ছে। তিনি বলে দিতে পারছেন সবার মনের গোপন কথা।   প্রথমে বিষয়টি সবাই কাকতালীয় ধরে নিলেও বার বার যখন একই ঘটনা ঘটতে থাকে, তখনই সবাই বুঝতে পারে তিশা আসলে একজন অতিমানবী। সম্প্রতি ধানমন্ডি ও পুরনো ঢাকার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে এই ধারাবাহিকটির শুটিং। এতে আরো অভিনয় করেছেন ইসরাত জাহান চৈতী, লুৎফর রহমান জর্জ, মুনিরা মিঠু, মারজুক রাসেল, কচি খন্দকার প্রমুখ।

২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘ময়না তদন্ত’-এর প্রচার শুরু হবে শিগগিরই একুশে টিভিতে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।