ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

লাইফস্টাইল

শারমীন লাকীর বিয়ের অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৪, মে ১৪, ২০১১

জনপ্রিয় উপস্থাপিকা শারমীন লাকী ব্যস্ত এখন বিয়ের অনুষ্ঠান নিয়ে। তার উপস্থাপনায় আরটিভিতে প্রচার শুরু হয়েছে বিয়ে নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘ব্রাইডাল শো’।

নতুন ধারণার এ অনুষ্ঠানটি নিয়ে শারমীন লাকী দর্শকদের সামনে দাঁড়াচ্ছেন কনের সাজে।

বিয়ে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাঁপ। অথচ বিয়ে নিয়ে আমাদের দেশীয় টিভি চ্যানেলে তেমন কোনো অনুষ্ঠান চোখে পড়ে না। আরটিভি এবার আয়োজন করেছে বিয়ের যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে অনুষ্ঠান ‘ব্রাইডল শো’।

বর কনে দেখা থেকে শুরু করে বিয়ের আগে প্রস্তুতি (প্রিপারেশন), বিয়ের আংটি (এনগেজমেন্ট), বিয়ের কেনাকাটা, কোথায় কী কী পাওয়া যায়, হলুদ সন্ধ্যার আয়োজন, হলুদের কেনাকাটা, বিয়ের সাজ, পোশাক, গহনা, মেকআপ, বিয়ের যাবতীয় অনুষ্ঠানের ছবি ও ভিডিও ধারণ, বিয়ের আমন্ত্রণপত্র তৈরি ও বিতরণ, বিয়ের দেনমোহর, স্বাক্ষী, উকিল, রেজিস্ট্রেশন, বিয়ের অনুষ্ঠান কোথায় কোথায় হতে পরে: যোগাযোগ ও খরচ, বিয়ের গাড়ি, বাসরঘর সাজানো, দেশীয় বিয়ের বিভিন্ন রীতিনীতি (একটি প্যাকেজ), তারকাদের বিয়ে (একটি প্যাকেজ), সনাতন বিয়ের রীতিনীতি (মুসলিম বিয়ে, হিন্দু বিয়ে ও অন্যান্য বিয়ের নিয়মকানুন),বিশ্বের বিভিন্ন দেশের বিয়ের আয়োজন (একটি প্যাকেজ) কনেকে ঘরে নেওয়ার যাবতীয় বিষয় থাকছে এই অনুষ্ঠানে।

‘ব্রাইডল শো’ প্রযোজনায় রয়েছেন শাহরিয়ার ইসলাম। অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত ৯ টা ৫০ মিিিনটে আরটিভিতে প্রচারিত হচ্ছে।

বাংলাদেশ সময় ২০৪৫,  মে ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।