ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কানেকটিকাটে ঝংকারের জাকজমকপূর্ণ বর্ষপুর্তি মেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মে ১৯, ২০১১

নিউইংল্যান্ড: যুক্তরাজ্যের কানেকটিকাটে ঐতিহ্যবাহী ঝংকার স্কুল এন্ড পারফর্মিং আর্টসের ৫ম বর্ষপুর্তি মেলা গত ৭ মে শনিবার ম্যানচেস্টারে অনুষ্ঠিত হয়। এবারে ঝংকারের বর্ষপুর্তিমেলায় জমজমাট এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


  বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত ম্যানচেষ্টারের ইস্ট সেন্টার স্ট্রিটের ব্যাপ্টিস্ট চার্চে অনুষ্ঠিত এবারের অনুষ্ঠানটি একটু ভিন্ন ধারায় অনুষ্ঠিত হয়। শাড়ি-কাপড়, জুয়েলারি, খাবারসহ নানা রকমারি দোকান দিয়ে সাজানো হয়েছিল এবারের মেলা। ঝংকারের ছাত্র-ছাত্রীদের নাচ-গান ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী সাদাকালো সিনেমার গান পরিবেশন করেন। শিল্পীদের গানে সহায়তা করেন নিউইয়র্কের সারেগামার যন্ত্রশিল্পীবৃন্দ। ঝংকারের ৫ম বর্ষপুর্তি মেলায় ছিলো মানুষের উপচে পড়া ভিড়। শিশু-কিশোরদের পরিবেশনায় উভয় দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে ছিল ঝংকারের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় শিশু-কিশোরদের পরিবেশনা।

শিশুদের মনোমুগ্ধকর নাচ ও গানে অংশগ্রহন করেন লাবিব, জোৎস্না, কারেস, কৈরব, অর্ঘ্য, আঞ্জুম, উৎস, শ্রেষ্ঠ, পুজা, শারলি, অনিন, মেঘা, অংকার, রিকিন, পালমা ও সুখ। এর উপস্থাপনায় ছিলেন উজমা হোসেন। এছাড়া তাহমিনা জাফরের উপস্থাপনায় অনুষ্ঠিত হয় কবিতা আবৃতি। এতে অংশ নেন হারুন আল রশিদ, ফারহানা রশিদ লুনা, মোল্লা বাহাউদ্দিন পিয়াল, সাঞ্জিদা নীরা ও তাহমিনা জব্বার। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নিউইয়র্ক থেকে আগত অতিথি শিল্পী হোসেন জব্বার শৈবাল, নাজমুস সেবা, লিটন গ্রেগরী, মাহ্মুদ নাজমি জুবায়ের, ফরিদা খান, রশিদা আখন্দ লাকী ও কৌশলী ইমা।

শিল্পীদের সাথে যন্ত্র সঙ্গীতে সহায়তা করেন তবলায় খুশবু আলম, কীবোর্ডে পার্থ বড়ুয়া ও অক্টোপ্যাডে জয়। এটি উপস্থাপনা করেন রশিদা আখন্দ লাকী। এবারের গান পরিবেশনের বিষয় ছিল একটু ভিন্ন। প্রায় সকল শিল্পীদের কন্ঠে পুরোনো দিনের সাদা কালো সিনেমার গান শোনা গেছে। কিছুক্ষণের জন্য হলেও অনেকেই হারিয়ে গিয়েছিল সেই সত্তর আশির দশকে। দীর্ঘদিন পর এমন পুরোনো গান শুনতে পেয়ে সকলেই আনন্দিত হয়ে ঘরে ফেরেন। তবে অনেকের মনেই আফসোস থেকে গেছে তারা বসার জায়গা খুঁজে পায়নি। স্থান সংকুলান ছিল একটি প্রকট সমস্যা। আগামী অনুষ্ঠানগুলোতে স্থান সংকুলান হবে না বলে ঝংকারের পরিচালক জানান।   ঝংকারের ৫ম বর্ষপুতি পালনে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন- হোসেন জব্বার শৈবাল, ময়নুল হক চৌধুরী হেলাল, মোমেনা খাতুন, ইউনুস খান, বজলুর রশিদ, আব্দুর রহিম, বিদ্যুৎ মিস্টান্ন ভান্ডার, মিসেস তুহিন ও মেম। আগামী বছর ঝংকারের ৬ষ্ঠ বর্ষপুতি ১৬ জুন,২০১২ অনুষ্ঠিত হবে। ঝংকারের প্রতিষ্ঠাতা পরিচালক রশিদা আখন্দ লাকীর এ ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। বাংলাপ্রেস

বাংলাদেশ সময় ১০২০ ঘণ্টা মে ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।