ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বগুড়ায় ‘ভেলা’ উৎসব

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, মে ১৯, ২০১১

বগুড়ায় ‘ভেলা’ উৎসব অনুষ্ঠিত হচ্ছে ২০ মে শুক্রবার বিকেল চারটায়  শহীদ টিটু মিলনায়তনে। ‘ভেলা’ একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র।

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ছোটপর্দার তরুণ নাট্য নির্মাতা তারিকুল ইসলাম। এর আগে তিনি ছোটপর্দার দর্শকদের ধারাবাহিক নাটক ‘গাঁও গেরামের মানুষজন’, খন্ড নাটক ‘কাগজের ফুল’, ‘সতীন’, ‘নাইটগাডর্’ সহ আরো বেশ কিছু ভালো গল্পের নাটক উপহার দিয়েছেন।

একটি বন্যাদুর্গত এলাকায় একজন মহিলার কলার ভেলায় সন্তান প্রসব হওয়াকে কেন্দ্র করে ‘ভেলা’ নামের এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প গড়ে উঠেছে। এটি রচনা করেছেন কামরুন্নাহার। বাংলানিউজকে তিনি বললেন, বন্যার সময় আমাদের দেশে এমন ঘটনা অনেক ঘটে। কিন্তু এ ব্যাপারে পূর্ব কোন প্রস্তুতি থাকলে মানুষকে এতো সমস্যায় পড়তে হতো না। সাধারণ মানুষের জীবন যাপন অবলোকন করেই এই গল্পটি রচনা করেছি। আশা করি গল্পটির চলচ্চিত্রায়ন দর্শকের ভালো লাগবে।

চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম ও নৃত্য শিল্পী ফারজানা খান ইলা। আরও অভিনয় করেছেন রানু দাস, সুলতান সেলিম, রবি বাবু প্রমুখ। বিকেল চারটা, পাঁচটা এবং সন্ধ্যা ছয়টায় এই তিন সেশনে ভেলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

‘ভেলা’ উৎসব উদ্বোধন করবেন দৈনিক করতোয়ার সম্পাদক ও বগুড়া প্রেস ক্লাবের সভাপতি লায়ন মোজাম্মেল হক। ‘ভেলা’ নির্মিত হয়েছে নন্দন অডিও ভিশনের প্রযোজনা ও পরিবেশনার ব্যানারে।

ঊাংলাদেশ সময় ১৯২৫, মে ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।