ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কবি নজরুল চরিত্রে আজাদ আবুল কালাম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মে ২১, ২০১১

জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম এবার অভিনয় করেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চরিত্রে। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে নির্মিত আরটিভির বিশেষ নাটক ‘কেন এল অবেলায়’ কবি নজরুলের ভূমিকায় দেখা যাবে তাকে।



ভারতের বিশিষ্ট লেখিকা প্রতিভা বসুর ‘জীবনের জলছবি’এবং তার দেওয়া  সাক্ষাৎকার অবলম্বনে নির্মিত নাটক ‘কেন এল অবেলায়’। ড. সরদার আবদুস সাত্তারের পরিকল্পনায় এর নাট্যরূপ ও পরিচালনায় রয়েছেন সৈয়দ সাবাব আলী আরজু।

উনিশ শতকের ২৭/২৮ সালের ঘটনা। ঢাকার বনগ্রাম লেনে শুরুতে বাস করতেন একজন উদীয়মান কন্ঠশিল্পী রানু সোম। তিনি তৎকালীন ঢাকার সঙ্গীতের আকাশে একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছিলেন। সে সময় কাজী নজরুল ইসলামের সঙ্গীতবন্ধু ডি.এল রায়ের ছেলে দীলিপ রায় ঢাকায় এসে রানু সোম ও তার বান্ধবী নোটনের সাথে পরিচিত হন এবং তাদের সঙ্গীত প্রতিভায় মুগ্ধ হন। দীলিপ তাদের নজরুলের অনেক গান শিখিয়ে যান। পরবর্তীতে দীলিপ কলকাতায় গিয়ে রানু সোমের প্রতিভার কথা নজরুলকে জানান। নজরুল ঢাকায় এসে রানু সোমের সাথে দেখা করেন এবং তাকে তার প্রিয় কিছু গান শেখান। এই সময় কবিকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান রানু সোম। নজরুলকে তিনি আবিষ্কার করেন একজন প্রেমিক ও সংবেদনশীল মানুষ হিসেবে।

এই সত্য ঘটনা অবলম্বনেই নির্মিত হয়েছে নাটক ‘কেন এল অবেলায়’। এ নাটকের মাধ্যমে দর্শক  যেমন ইতিহাস ছুয়ে যাওয়ার স্বাদ পাবেন তেমনি বেশ কয়েকটি ঐতিহাসিক চরিত্রকে স্পর্শ করতে পারবেন। নাটকে জাতীয় কবি নজরুল ইসলামের ভুমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।

‘কেন এল অবেলায়’ নাটকটি আরটিভিতে ২৫ মে রাত ৯ টা ০৫ মিনিটে  নজরুল জয়ন্তীর বিশেষ আয়োজনে প্রচারিত হবে।

ঊাংলাদেশ সময় ২০৩০, মে ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।