ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘নো প্রবলেম’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, মে ২১, ২০১১

২৩ মে সোমবার থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘নো প্রবলেম’। নজরুল ইসলাম ও সৌমি ইসলামের রচনা এবং অম্লান বিশ্বাসের পরিচালনায় নো প্রবলেম নাটকটি বাংলাভিশনে প্রচার হবে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে।



ঢাকার নাগরিক জীবনে তারুণ্যের যে জয়গান তারই একটি বড় অংশের প্রতিচ্ছবি ধারাবাহিক নাটক  ‘নো প্রবলেম’ । প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে আসা ৫ জন ছেলে-মেয়ের জীবনযাত্রা নিয়ে গড়ে উঠেছে নাটকটির কাহিনী। বন্ধুত্বের নানা টানাপোড়েন, ক্লাস-পরীক্ষা-আড্ডা, এ্যাডভেঞ্চার, সমসাময়িক বিভিন্ন মজার ঘটনার গতিময়তার মধ্যদিয়ে নাটকটির কাহিনী এগিয়ে যায়।

 এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, চিত্রলেখা গুহ, শম্পা রেজা, শিরিন বকুল, খায়রুল আলম সবুজ, ইন্তেখাব দিনার, জেনি, নাফিজা, কল্যান, মেহজাবিন, তিনু, নিশো, ইশানা, তাহসিন, হাসান শাহরিয়ার, রজত, রিজভি, আইরিন, আসাদ প্রমুখ।

বাংলাদেশ সময় ১৯৩০, মে ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।