ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘দিদি অনন্য উদাহরণ স্থাপন করেছেন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, মে ২২, ২০১১

ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস ২২ মে রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপ্যাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মমতার সঙ্গে দেখা করা পর বিস্ময় প্রকাশ করে ফেরদৌস সাংবাদিকদের বলেন, ‘দশ বছর আগে যখন আমি এই এলাকায় একটি দুর্গাপূজা উদ্বোধন করতে আসি তখন তার সঙ্গে দেখা করেছিলাম।

আমি ভেবেছিলাম মুখ্যমন্ত্রী হবার পর তার সঙ্গে দেখা করা কঠিন হবে। কিন্তু আমি দেখলাম তিনিই আগেই মতো আছেন। ’

নিজের এবং দেশের পক্ষ থেকে তিনি মমতাকে অভিনন্দন জানাতে এসেছেন বলে জানিয়ে ফেরদৌস বলেন, ‘যেখানে রাজনীতিবিদরা তাদের প্রতিশ্রুতি খুব কমই পূরণ করেন, সেখানে দিদি যে অনন্য উদাহরণ স্থাপন করেছেন তা অন্য কারোর পক্ষে করা সম্ভন নয়। ’

বাংলাদেশের অনেক মানুষ তাকে অভিনন্দন পাঠিয়েছেন বলে উল্লেখ করে ফেরদৌস বলেন, ‘তিনি আমাদের হৃদয়ে আছেন। ’

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।