ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

তিন খানের সঙ্গেই অসিন

দিলশাদ জাহান এ্যানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, মে ২৫, ২০১১

২০০৮-এ আমির খানের বিপরীতে ‘গজনী’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অসিনের। এক বছর পরে ভিপুল সাহার ‘লন্ডন ড্রিমস’-এ অভিনয় করেন সালমান খানের বিপরীতে।

পরবর্তীতে ‘রেডি’ ছবিতে দ্বিতীয়বারের মত সালমানের সঙ্গে কাজ করেন। বাকি ছিল আরেক খান, যাকে সবাই কিং খান নামে চেনেন। এবার সেই বহুল প্রত্যাশিত কিং খানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন অসিন।

ভিশাল ভার্দবাজের একটি ছবিতে শাহরুখ খানের বিপরীতে অসিনকে শিগগিরই অভিনয় করতে দেখা যাবে। একে একে বলিউডের তিন খানের সঙ্গে অভিনয়ের সূযোগ পাওয়ায় নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন এই অভিনেত্রী।

 এদিকে সমস্যা তৈরি হয়েছে অন্য জায়গায়। বলিউডের অনেকেই বলাবলি করছেন, শাহরুখের সঙ্গে অসিনের অভিনয় করার ব্যাপারটা সালমান ভালোভাবে নেয়নি। এই নিয়ে সালমান ও অসিনের সম্পর্কে তৈরি হয়েছে দূরত্ব । কিন্তু অসিন বলেছেন, আমার আর সালমানের কোনো ভুলবোঝাবুঝি বা রাগারাগি হয়নি এবং আমি মনে করিনা শাহরুখের সঙ্গে অভিনয় করলে সালমান কিছু মনে করবে। সত্যি বলতে কি, শাহরুখ ও সালমান কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। তিনি আরো বলেন সালমান বলিউডে অনেক দিন ধরেই আছেন, সে সবকিছুর উর্ধ্বে এবং মিডিয়ার এসব গুজব সালমান ও আমার কাছে কোন ব্যাপারই না। সালমান সম্পর্কে অসিন আরো বলেন, তিনি খুবই রসিক ও সহযোগিতাপূর্ণ মনোভাবের একজন মানুষ। ‘রেডি’ ছবির শুটিংয়ের সময় দেখেছি, অনেক নতুন পারফর্মাররা তার কাছে আসতেন পরামর্শের জন্য এবং সালমান একটুও বিরক্ত না হয়ে তাদের সময় দিতেন।

খানদের বিপরীতে অভিনয় প্রসঙ্গে অসিন বলেন, আমি এরই মধ্যে দুই খানের সাথে অভিনয় করেছি এবং আমার স্বপ্ন ছিল শাহরুখের সাথে অভিনয় করার যা পূরণ হতে যাচ্ছে। সব অভিনেত্রীর স্বপ্ন থাকে শাহরুখের সাথে অভিনয় করার।

বাংলাদেশ সময় ০২৩০, মে ২৫,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।