ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রবি-চ্যানেল আই নজরুলমেলা : ড. রফিকুল ইসলাম ও মুস্তাফা জামান আব্বাসীকে আজীবন সম্মাননা প্রদান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মে ২৫, ২০১১

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইয়ের তেজগাঁও ভবন চত্বরে অনুষ্ঠিত হলো ‘রবি-চ্যানেল আই নজরুল মেলা’। ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত এ মেলায় নজরুল গবেষণায় ড. রফিকুল ইসলাম ও নজরুল সঙ্গীত সাধনায় মুস্তাফা জামান আব্বাসীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।



২৫ মে সকাল ১১টা ১০ মিনিটে ‘রবি-চ্যানেল আই নজরুল মেলা ২০১১’-এর উদ্বোধন করেন নজরুল গবেষক-সাধক, লেখক-সাহিত্যিক, বরেণ্য চিত্রশিল্পী, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী পর্বের পর পরই আজীবন সম্মননা প্রাপ্ত নজরুল গবেষক ড. রফিকুল ইসলাম ও নজরুল সঙ্গীত সাধক মুস্তাফা জামান আব্বাসীকে প্রদান করা হয়। সম্মাননা হিসেবে তাদের দুজনকে দেওয়া হয়েছে চ্যানেল আই এবং অটবি’র পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা, ক্রেস্ট, উত্তরীয় এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের সৌজন্যে আজীবন বিনা মূল্যে চিকিৎসা সেবা সনদ। তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুধীন দাশ, সোহরাব হোসেন, ফেরদৌসী রহমান, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও রবির চীফ কমার্শিয়াল অফিসার বিদ্যুৎ কুমার বসু।

সম্মাননা প্রাপ্তির অনুভূতির কথা জানিয়ে ড. রফিকুল ইসলাম বলেন, আমার পুরো জীবনটাই নজরুল সাধনায় উৎসর্গ করা। নজরুল গবেষণা ও শিক্ষকতা শুরু করি আমি ১৯৫৭ সাল থেকে। জীবনের শেষ দিন পর্যন্ত আমি নজরুল সাধনা কওে যেতে চাই। মুস্তাফা জামান আব্বাসী সম্মাননা হাতে নিয়ে বলেন, আয়োজকদের ধন্যবাদ নজরুল স্মরণে এ ধরণের অনুষ্ঠান করার জন্য। নজরুল সংক্রান্ত লেখা আমার একটি বই শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে। যার মাধ্যমে আশা করি নজরুলকে আরো ব্যাপকভাবে জানা যাবে। সম্মাননা প্রদান শেষে মঞ্চে উপস্থিত সবাই নজরুলের একাধিক কালজয়ী গান পরিবেশন করেন। এ সময় উপস্থিত ছিলেন আসমা আব্বাসী ও ইমদাদুল হক মিলন। এর আগে এই সম্মাননা পেয়েছেন সোহরাব হোসেন, সুধীন দাশ ও ফিরোজা বেগম।  

এবারের নজরুলমেলা ছিলো বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল। এসব স্টলে প্রদর্শিত হয় নজরুল স্মৃতিচারণমূলক বিভিন্ন পণ্যসামগ্রী। মেলায় নজরুল বিষয়ক ছবি এঁকেছেন দেশের প্রথিতযশা চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, শহিদ কবির, আবদুল মান্নান, বীরেন সোম, অলকেশ ঘোষ, খালিদ মাহমুদ মিঠু, এনায়েত হোসেন, জামিল আকবর সামিল, উর্মি প্রতাপ হাজরা ও জহির উদ্দিন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ছবিগুলোর বিক্রয়কৃত অর্থ নজরুল বিষয়ক গবেষণা কাজে ব্যয় করা হবে।

নজরুলমেলায় দিনব্যাপী খোলা প্রাঙ্গণের মঞ্চে একক সঙ্গীত পরিবেশন করেন খালিদ হোসেন, শাহীন সামাদ, রওশন আরা সোমা, বিপাশা গুহ ঠাকুরতা, রেবেকা সুলতানা, ইফাত আরা নার্গিস, ফেরদৌস আরা, চ্যানেল আই সেরাকণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পী প্রমুখ। গানের পাশাপাশি পরিবেশিত হয় শিশুদের নৃত্য, দলীয় সঙ্গীত, কবিতা আবৃত্তি ও নজরুল বিষয়ক আলোচনা। মেলায় আগত অতিথিদের সম্মানে আপ্যায়ন করা হয় কেকা ফেরদৌসীর রান্নাঘর থেকে নজরুলের প্রিয় খাবার ও পানসুপারীর পান দিয়ে। মেলা শেষ হয় বিকেল ৫টায়।

সকাল থেকে নজরুল মেলা সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই। মেলা পরিচালনা করেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। উপস্থাপনায় সহযোগিতা করেন অপু মাহফুজ, মৌসুমী বড়–য়া ও সিজিল মির্জা।  

বাংলাদেশ সময় ২০০৫, মে ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।