ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

হাবিব-সনিকার রোমান্স !

জাবেদ ইকবাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মে ২৬, ২০১১

জনপ্রিয় গায়ক হাবিব আর ডিজে সনিকার মধ্যে নাকি রোমান্স চলছে। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে মিডিয়ায় শোনা যাচ্ছে নানারকম মুখরোচক গুঞ্জন।

তাছাড়া ইদানিং নিভৃতচারি ও ঘরকুনো স্বভাবের হাবিবকে প্রায়ই দেখা যাচ্ছে ডিজে সনিকার সঙ্গে লং ড্রাইভে আর গুলশান-উত্তরা ক্লাবে বা কোনো অভিজাত রেস্তোরায়। বাংলানিউজ এ বিষয়ে হাবিব ও সনিকার মন্তব্য জানতে চেয়েছিল।


হাবিবের সঙ্গে হৃদয়ঘটিত সম্পর্ক প্রসঙ্গে জানতে চাইলে ডিজে সনিকার উত্তর, কার সঙ্গে কী সম্পর্ক এসব  আমার একান্ত ব্যক্তিগত বিষয়। এই নিয়ে কোন কথা আমি বলতে চাই না। হাবিবের সঙ্গে লং ড্রাইভ, গুলশান-উত্তরা ক্লাব বা অভিজাত রেস্তোরায় আড্ডা প্রসঙ্গে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান সানিকা। তিনি বলেন, আমাকে এসব জিজ্ঞেস না করে হাবিবের কাছেই জানতে চাইলে ভালো করবেন।

হাবিবের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, প্রত্যেক মানুষের ব্যক্তিগত কিছু বিষয় থাকে। আমি আমার ব্যক্তিগত ব্যাপারগুলো শেয়ার করতে চাই না। ডিজে সনিকার সঙ্গে হৃদয়ঘটিত ব্যাপার জানতে চাইলে উল্টো হাবিব প্রশ্ন করেন, হৃদয়ঘটিত ব্যাপার জানতে চান তাহলে আমি কয়বার বাথরুমে যাই বা কোনবেলা কি খাই তা কেনো জানতে চাইবেন না ?

হাবিব ধর্মেও দোহাই দিয়ে বলেন, কারো সঙ্গে ভালো সম্পর্ককে বাঁকা চোখে দেখা ঠিক নয়। গীবত করা আপন ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। যদি এমন কিছু হয় তাহলে অবশ্যই সবাইকে জানিয়ে দোয়া নিব।

বাংলাদেশ সময় ২০১৬, মে ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।