ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ইন্টারন্যাশানাল ভিভিআইপি ওয়েবসাইটে কিং খান

দিলশাদ জাহান এ্যানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মে ২৬, ২০১১

বিশ্ব জুড়ে শাহরুখ খান হচ্ছে এমন একটি নাম যার নামে জ্যোতির্বিদরা নক্ষত্রের নামকরণ করতে চান, বিভিন্ন দেশের রাষ্টপ্রধানরা যাকে আমন্ত্রন জানান নৈশভোজের। এই নামটি বিশ্ব জুড়ে এতোটাই সুপরিচিতি যে  ইন্টারন্যাশানাল ভিভিআইপি ওয়েবসাইট সম্প্রতি তাকে সাইটটিতে জয়েন করার আমন্ত্রন জানিয়েছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভিভিআইপি ওয়েবসাইটটি হলো ‘Whosay.com’। এটি শুধুমাত্র ভিভিআইপিদের জন্য সংরক্ষিত একটি বিশেষ সামাজিক নেটওয়ার্ক, যেখানে রয়েছেন বিশ্বের বিভিন্ন অঙ্গনের বিখ্যাত সব তারকারা। এই সাইটটিতেও অন্যান্য সামাজিক নেটওয়ার্ক ফেসবুক, টুইটার-এর মতই সবকিছু শেয়ার করা যায়। ভারতীয়দের মধ্যে শাহরুখ খান-ই হচ্ছেন প্রথম তারকা যিনি এই সাইটে জয়েন করতে যাচ্ছেন।

অনেকেই বলছেন, এটি ভারতের জন্য গর্বের বিষয়। এই সাইট ব্যবহারকারীরা হচ্ছেন আর্ন্তজাতিক মানের প্রথম সারির তারকা যেমন- টম হ্যাঙ্কস্ , জিম কেরি, শাকিরা, সালমা হায়েক, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, এনরিক, প্যারিস হিলটন, ডেভিড বেকহ্যাম প্রমুখ। এছাড়াও আরো অনেক বিখ্যাত ফুটবলার, সাতারু, রেসলাররা এই সাইট ব্যবহার করে থাকেন।

অনেকেই বলছেন, এই ভিভিআইপি সাইটে আমন্ত্রন পাওয়ার পেছনের কারন হচ্ছে  শাহরুখের বিখ্যাত ছবি ‘মাই নেইম ইজ খান’। এই ছবির পর  শাহরুখ খান সারা বিশ্বে; বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় সুপরিচিতি পেয়েছেন।

বাংলাদেশ সময় ২০৫০,  মে ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।