ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নতুন প্রেমে লিওনার্দো

দিলশাদ জাহান এ্যানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুন ২, ২০১১

দুনিয় কাঁপানো ছবি ‘টাইটানিক’-এর হিরো লিওনার্দো ডিক্যাপ্রিওয়ের নতুন প্রেমের কথা এখন ভেসে বেড়াচ্ছে হলিউড আকাশে-বাতাসে। এই সুপার স্টারের নতুন প্রেমিকা হচ্ছে হলিউডের আরেক তারকা ব্ল্যাক লাইভলি।

গত বছরের নভেম্বরে একটি ব্যবসা সম্পর্কিত অনুষ্ঠানে লিওনার্দো ও ব্ল্যাক লাইভলির পরস্পর প্রথম পরিচয় হয়।   সেখানে বেশ খানিক্ষণ কথা বলতে দেখা যায়। গেল সপ্তাহে ফ্রান্সের ভূমধ্যসাগরীয় সৈকতে অনুষ্ঠিত একটি পার্টিতে তাদের ঘনিষ্ঠভাবে দেখা যায়। শুধু তাই নয় তারা পার্টি থেকে আলাদা হয়ে বেশ কিছুক্ষণ  একান্তে সময় কাটান। জোছনা স্নাত রাতে হাত ধরাধরি করে তাদেরকে সৈকতে ঘুরাঘুরি করতেও দেখা গেছে।

পার্টিতে যোগ দেয়া একজন অতিথি বলেছেন, ‘আমি লিওনার্দোকে কোন মেয়ের সাথে এর আগে এভাবে এতোটা ঘনিষ্ঠভাবে মিশতে দেখিনি। আর লিওনার্দো  সবার সাথে ব্ল্যাককে তার প্রেমিকা বলেই পরিচয় করিয়ে দিয়েছে’।

তবে অনেকেই লিওনার্দো-ব্ল্যাক জুটিকে চমৎকার জুটি হিসেবে অ্যাখ্যায়িত করেছেন। তাদের প্রেমের সম্পর্কটিকে তাই স্বাগত জানিয়েছেন অনেকেই।

বাংলাদেশ সময় ২০১৭, জুন ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।