ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

উন্নতি হচ্ছে না আজম খানের

বিপুল হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জুন ৪, ২০১১

পপসম্রাট আজম খানের শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। সিএমএইচের আইসিইউতে থাকা পপসম্রাটের জ্ঞান ৪ জুন শনিবার সকালে সামান্য সময়ের জন্য ফিরে আসে।

কিন্তু এ সময় শিল্পী প্রচন্ড অস্থীরতা প্রকাশ করায় তাকে দ্রুত এনেসথেসিয়া প্রয়োগ করে ঘুম পাড়িয়ে রাখা হয় বলে বাংলানিউজকে জানান আজম খানের বড় মেয়ে ইমা খান।

ইমা খান আরো জানান,  আজম খানের প্রেসার আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। পপগুরুর রেক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায়  শুক্রবার  রাতে তাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়।

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নির্দেশে পপগুরু আজম খানকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে গত ০১ জুন বুধবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার আজম খানের সিটিস্ক্যান, হরমোন ও ব্লাডস্ক্যানসহ আরও কিছু রেডিওলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সিএমএইচে আজম খানের চিকিৎসার জন্য গঠন করা হয়েছে ৭ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড। মেডিক্যাল বোর্ডের প্রধান কর্ণেল পাশা।

ইমা খান বাংলানিউজকে জানান, পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাদের জানিয়েছেন আজম খানের শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। তাদের পক্ষ থেকে তারা সবোর্চ্চ চেষ্টা করছেন। আজম খানকে এখনো লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সিএমএইচের আইসিইউতে আজম খানকে পর্যবেক্ষণ ও চিকিৎসা তত্ত্বাবধানের জন্য সার্বক্ষণিক দুজন বিশেষজ্ঞ চিকিৎসক দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশের ব্যান্ডসঙ্গীত ও পপগানের পথিকৃৎ ও ‘গুরু‘ আজম খান গত ২২ মে অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ২৭ মে থেকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। ০১ জুন বুধবার দুপুরে রাষ্ট্রপতি জিল্লুর রহমার পপ সম্রাটকে দেখতে স্কয়ার হাসপাতালে যান। এ সময় আজম খানের পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে শিল্পীকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার অনুরোধ জানানো হয়। রাষ্ট্রপতি তাদের অনুরোধ রক্ষা করেন।

বাংলাদেশ সময় ১৯০৫, জুন ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।