ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জাতীয় নাট্যোৎসব ঘিরে উদ্দীপনা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুন ৪, ২০১১

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে ৪ জুন থেকে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী জাতীয় নাট্যোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত এ নাট্যোৎসবে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের কয়েকটি দলের নাটকও প্রদর্শিত হচ্ছে।



‘বাংলা নাটক করবে বিশ্ব ভ্রমণ’- এ শ্লোগান নিয়ে অনুষ্ঠিত  ১৫ দিনের এই নাট্যোৎসবে প্রতিদিন থাকছে দুটো করে নাটকের প্রদর্শনী। উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হয় নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক ‘রক্তকরবী’ রবীন্দ্রনাথ ঠাকুরেরর রচনায় ‘রক্তকরবী’ নাটকটি নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান।   শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে এইদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয় থিয়েটারের নাটক ‘জন্মসূত্র’। এটি রচনা, নির্দেশনা, মঞ্চ ও পোশাক পরিকল্পনায় রয়েছেন গাজী রাকায়েত। নাটক দুটি মঞ্চস্থ হওয়ার আগে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

্উৎসবে যেসব নাটক প্রদর্শন করা হবে, সেগুলো হচ্ছে Ñ কথাকলি সিলেট নাট্যদলের নাটক ‘রাজা ইদিপাস’, সুবচন নাট্যসংসদের নাটক ‘মহাজানের নাও’, বরিশাল নাটকের ‘প্রাগৈতিহাসিক’, নাট্যকেন্দ্রের ‘আরজচরিতামৃত’, লোকনাট্যদল (বনানী)র ‘বৈকুণ্ঠের খাতা, বশীকরণ’, মহাকাল নাট্য সমপ্রদায়ের ‘নিশিমন বিসর্জন’, থিয়েটার আর্ট ইউনিটের ‘আমিনা সুন্দরী’, আরণ্যক নাট্যদলের ‘রাঢ়াঙ’, নাট্যচক্রের ‘পালাকারের নকশা’, সময় নাট্যদলের ‘শেষ সংলাপ’, থিয়েটার ওয়ার্কশপ (চট্টগ্রাম)’র ‘বেধুয়া’, ঢাকা পদাতিকের ‘পাইচো চোরের কিস্সা’, থিয়েটার (বেইলী রোড)’র ‘বারামখানা’, প্রাচ্যনাটের ‘এ ম্যান ফর অল সিজনস’, লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী)’র ‘মাঝরাতের মানুষেরা’, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘দর্পণ সাক্ষী’, ঐকি থিয়েটার (নারায়ণগঞ্জ)’র ‘ড্রপআউট’, ইউনিটি মালঞ্চ (কলকাতা)’র ‘মহামায়া’, অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ‘ক্ষুদিরাম কথা’, সংলাপ গ্রুপ থিয়েটারের ‘বদনাম’, রংপুর নাট্যকেন্দ্রের ‘মুক্তধারা’, মঞ্চ মুকুট নাট্য সমপ্রদায় (চট্টগ্রাম)’র ‘প্রথম পার্থ’, নাট্য চেতনা (উড়িষ্যা)’র ‘ফুলা’, পদাতিক নাট্য সংসদ (টিএসসি)’র ‘কালের যাত্রা’, যুগাগ্নি (বহরমপুর)’র ‘মা অভয়া’, দৃশ্যপটে-৬র ‘সক্রেটিসের জবানবন্দী’ এবং প্রাঙ্গণেমোর-এর ‘রক্তকরবী’।

বাংলাদেশ সময় ২০১৫, জুন ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।