ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দুই সাবেক ক্রিকেটারের ‘আমার আমি’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জুন ৪, ২০১১

জনপ্রিয় সেলিব্রিটি টক শো ‘আমার আমি’-এর এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন দুজন সাবেক ক্রিকেটার আতাহার আলী খান এবং খালেদ মাহমুদ সুজন। ৫ জুন শনিবার রাত ৯টা ০৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাভিশনে।



অনুষ্ঠানে আতাহার আলী খান ধারাভাষ্য নিয়ে অনেক মজার মজার কথা বলেছেন। তার প্রিয় ক্রিকেটারের তালিকায় উঠে এসেছে খালেদ মাহমুদ সুজনের নাম। খালেদ মাহমুদ সুজন বলেছেন, তার ক্রিকেট জীবনের আদর্শ হলো আতাহার আলী খান। এছাড়া তারা আরও কথা বলেছেন নিজেদের ক্যারিয়ার ও ব্যাক্তিগত জীবনের বিভিন্ন জানা-অজানা কথা নিয়ে।

‘আমার আমি’ অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন রুমানা মালিক মুনমুন, প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।

বাংলাদেশ সময় ২০৩৫, জুন ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।