ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পপগুরু আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুন ৫, ২০১১

ঢাকা: পপগুরু ও মুক্তিযোদ্ধা আজম খান আর নেই। রোববার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬১ বছর।

মুখ গহ্বরে ক্যান্সার আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে থাকা আজম খানকে রোববার সকাল ১০টা ২০ মিনিটে  মৃত ঘোষণা করেন সিএমএইচের চিকিৎসকরা।

এ মুহূর্তে সামরিক হাসপাতালে রয়েছেন তপন চৌধুরী, আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, হামিন আহমেদ, কবির বকুল প্রমুখ।

গত বছরের জুলাইয়ে আজম খানের মুখগহ্বর-জিহ্বার নিচে ক্যান্সার ধরা পড়ে। এরপর ১৪ জুলাই উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। এরপর ২০ জুলাই মাউন্ট এলিজাবেথ মেডিকেল সেন্টারে আজম খানের মুখে সফল অস্ত্রোপচার করা হয়।

সর্বশেষ মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত এ মুক্তিযোদ্ধাকে দ্বিতীয় দফা চিকিৎসা দিতে গত বছরের ৭ নভেম্বর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে কেমোথেরাপি দেওয়া হয়।

দেশের ফেরার পর কিছুদিন ভালো থাকলেও গত ২২ মে বাম হাতে হঠাৎ প্রচণ্ড ব্যথা অনুভব করেন আজম খান। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে ১ জুন তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

আজম খানের মরদেহ রোববার সম্মিলিত সামরিক হাসপাতালের মর্গে থাকবে। সোমবার সকাল ১০টায় তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর ১২টায় কমলাপুরে পপগুরুর নিজ বাড়িতে নেওয়া হবে। এখানে বাদ জোহর জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুন ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।