ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ফারহানা মিলির বিয়ের অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জুন ৫, ২০১১

০৪ জুন শনিবার রাতে ঢাকার ইস্কাটন গার্ডেনো লেডিস ক্লাবে অনুষ্ঠিত হলো ‘মনপুরা’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলির বিয়ের আনুষ্ঠানিকতা। ১৮ মার্চ রাতে ঢাকার ধানমন্ডিস্থ একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে ফারহানা মিলি ও তার বর রাশিদুল ইসলাম শাওনের বাগদান সম্পন্ন হয়েছিল।



মা-বাবার পছন্দের পাত্রকেই নিজের জীবন সঙ্গী হিসেবে ফারহানা মিলি বেছে নিয়েছেন। বাগদান অনুষ্ঠানের প্রায় দুই মাস আগে উভয় পরিবারের মধ্যে নানান কথাবার্তার সমঝোতার এক পর্যায়ে ফারহানা মিলি ও রাশিদুল ইসলাম শাওনের বিয়ের সময় চুড়ান্ত করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতার আগেরদিনই তাদের কাবিন সম্পন্ন হয় বলে জানিয়েছেন ফরাহানা মিলির বাবা মো: আফতাবুজ্জামান ও মা রানা আঞ্জুমান। মিডিয়াতে ফারহানা মিলির অভিষেক নাটকে অভিনয়ের মধ্যদিয়ে হলেও পরে তিনি বেশ কয়েকটি বিজ্ঞাপনেও মডেল হয়েছিলেন। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ ছবিতে পরী চরিত্রে অভিনয় তাকে এনে দেয় তারকাখ্যাতি। এরপর তিনি বেশ কিছু ধারাবাহিক ও খন্ড নাটকে অভিনয় করেছেন। যারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘অপরাহ্নের গল্প’, ‘আয়েশার ইতিকথা’, ‘চা অথবা কফি’, ‘একজন মেকাপম্যান অথবা নিরবতার গল্প’, ‘স্বপ্ন ফিরেছে বাড়ি’, ‘পলাশের রং’, ‘পরীর কথা’, ‘ মন্দ ভাগ্য নয় মন্দ বিশ্বাস’ ইত্যাদি। এই মুহূর্তে মিলি দুটি ধারাবাহিক নাটকে কাজ করছেন একটি গোলাম সোহরাব দোদুলের ‘সবুজ নক্ষত্র’ অন্যটি সুমন আনোয়ারের ‘দূর পাহাড়ের বাতাসেরা’।

মিলির স্বামী রাশিদুল ইসলাম শাওনের গ্রামের বাড়ি মাগুড়ায় হলেও তার পুরো পরিবার এখন চট্টগ্রামেই স্থায়ীভাবে বসবাস করছেন। শাওন ২০০৫ সালে কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। বর্তমানে তিনি এরিকসন-এ সার্ভিসেস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। ফারহানা মিলি তার নতুন জীবন নিয়ে সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন।


বাংলাদেশ সময় ২০২৫, জুন ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।