ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

প্রথমবার রবীন্দ্রনাটক মঞ্চে আনছে ঢাকা থিয়েটার

রবাব রসাঁ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুন ৭, ২০১১

প্রথমবারের মতো রবীন্দ্রসাহিত্য মঞ্চে নিয়ে আসছে দেশের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন ঢাকা থিয়েটার। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে তারই একটি জনপ্রিয় গল্প ‘নষ্টনীড়’ মঞ্চে উপস্থাপন করবে এই সংগঠন।

তাই প্রযোজনাটিকে বলা হচ্ছে ‘গল্পের মঞ্চভ্রমণ’।

গল্পটির নাট্যরূপ দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট অভিনেতা ও সংস্কৃতিকর্মী পীযূষ বন্দ্যোপাধ্যায়। ঢাকা থিয়েটারের হয়ে অনেক নাটকে অভিনয় করলেও দলে পীযূষ বন্দ্যোপাধ্যায়ের এটিই প্রথম নির্দেশনা।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, শিমূল ইউসুফ, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, খাইরুল ইসলাম পাখি, মিলু চৌধুরী, আসাদুজ্জামান আমান, সাজ্জাদ রাজীব, শাবিন জ্ঞানীতা খোন্দকার প্রমুখ।

মঞ্চ পরিকল্পনা করেছেন কামালউদ্দিন কবির এবং আলোক পরিকল্পনায় আছেন ওয়াসিম আহমেদ। সঙ্গীত পরিচালনায় রয়েছেন মঞ্চকুসুম শিমূল ইউসুফ। কোরিওগ্রাফি এবং পোশাক পরিকল্পনাও করেছেন তিনি।

এটি ঢাকা থিয়েটারের ৩৫তম প্রয়োজনা। প্রযোজনা প্রধান নাসির উদ্দীন ইউসুফ।

সরকারি অনুদানপ্রাপ্ত এই নাটকটির কারিগরি প্রদর্শনী হবে আগামী ১৫ ও ১৬ জুন সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত দুই বাংলার নাট্যমেলার শেষ দিন ১৭ জুন জাতীয় নাট্যশালায় এর উদ্বোধনী প্রদর্শনী হবে।

বাংলাদেশ সময় ১৭৩৫ ঘণ্টা, জুন ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।