ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঝড় তুলেছে ‘রেডি’

দিলশাদ জাহান এ্যানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জুন ৭, ২০১১

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত বহুল প্রতিক্ষীত ছবি মুক্তি পেয়েছে ‘রেডি’ ৩ জুন। এ ছবিতে চিরসবুজ নায়ক সালমানের সঙ্গে রয়েছেন অসিন।

প্রথম কয়েকদিনেই ছবিটির বানিজ্যিক সাফল্য দেখে বলিউডের অনেকেই বিস্মিত হয়েছেন। অনেকের ধারণা, রাষ্ট্রীয় ও ধর্মীয় কোন উৎসব ছাড়াই মুক্তি পাওয়া ‘রেডি’ সালমানের আরেক ছবি ‘দাবাং’-এর সাফল্যকে ছাড়িয়ে যাবে।

‘রেডি’ বনাম ‘দাবাং’, এ যেন সালমান খানের নিজের সঙ্গে নিজের লড়াই। এই লড়াইয়ে জয়ী হবে কোনটি, তা এখনই অনুমান করা মুশকিল।

মুক্তির প্রায় দেড়মাস আগে থেকে ‘ক্যারেক্টার ঢিলা’ গানটির মাধ্যমে ছবির প্রচারনা চালানো হয়। গানটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, এটি এখন মানষের মুখে মুখে শোনা যায় এবং গানটি এরই মধ্যে বলিউডের টপ লিস্টে জায়গা করে নিয়েছে।
ভারতে ‘রেডি’ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে দেখা যাচ্ছে, মর্নিং শোতে ৭০-৮০ % দর্শক থাকলেও দুপুর ১২ টা থেকে প্রতিটি সিনেমা হল দর্শকপূর্ণ হয়ে। মাল্টিপ্লেক্স হলের পাশাপাশি সিঙ্গেল হলগুলিও দর্শক পরিপূর্ণ ছিল।

ভারতের বাইরে আন্তর্জাতিক বাজারেও ব্যাপক ঝড় তুলেছে ‘রেডি’ ছবিটি। ইউএই-তে ছবিটি সালমানের ব্লকবাস্টার ছবি ‘দাবাং’-কেও ছাড়িয়ে গেছে। যেখানে মুক্তির প্রথম দিন ‘দাবাং’-এর আয় ছিল ৪ লক্ষ ৯০ হাজার দিরহাম, সেখানে রেডি আয় করেছে ৭ লক্ষ ৪০ হাজার দিরহাম। ‘রেডি’ ইউকে-তে আয় করেছে ৬৭ হাজার পাউন্ড এবং অস্ট্রেলিয়াতে আয় করেছে ৩৬ হাজার ৩৫০ ডলার।

বাংলাদেশ সময় ২০২০, জুন ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।