ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বলিউডের সেরা আবেদনময়ী ক্যাটরিনা

দিলশাদ জাহান এ্যানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুন ৮, ২০১১

আন্তর্জাতিক লাইফ স্টাইল ম্যাগাজিন ‘এফএইচএম’ প্রতিবছরই আবেদনময়ী ১০০ জন অভিনেত্রীর তালিকা প্রকাশ করে থাকে। এই তালিকায় শীর্ষে অবস্থান করাটা হয়ে উঠেছে মর্যাদার প্রতীক।

গতবছর এই মর্যাদার মুকুটটি দখল করে নিয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়–কোন। এবার তাকে সরিয়ে দিয়ে ২০১১ সালের সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রীর খেতাবটি নিজের করে নিয়েছেন ক্যাটরিনা কাইফ।

‘এফএইচএম’ ম্যাগাজিন আবেদনময়ীদের তালিকাটি তৈরি করে অনলাইন ও এসএমএস ভোটের মাধ্যমে। এবার নিয়ে ক্যাটরিনা মোট তিনবার আবেদনময়ী অভিনেত্রীর খেতাব জিতেছেন। ২০০৮  ও ২০০৯ সালেও এই টাইটেল পেয়েছিলেন ক্যাট। ২০১০ সালে তার কাছ থেকে আবেদনময়ীর খেতাব ছিনিয়ে নিয়েছিলেন দীপিকা। এবার ক্যাটরিনা তার হারানো মর্যাদা পুনরুদ্ধার করলেন।

ক্যাটরিনার এই আবেদনময়ী খেতাব প্রাপ্তি প্রসঙ্গে ‘এফএইচএম’ ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক কবির শর্মা বলেন, ‘মোট তিনবার এই টাইটেল পাওয়া সত্যিই অনেক কৃতিত্বের ব্যাপার। গত ১৭ বছর ধরে আমরা দর্শক-পাঠক জরিপের ভিত্তিতে আবেদনময়ীর তালিকা তৈরি করে আসছি। বলিউডে এটি হয়ে উঠেছে এখন মর্যাদার প্রতীক। গত ১৭ বছরে ক্যাটরিনার  আগে আর কেউ-ই তিনবার এই টাইটেল পান নি। ক্যাট এতোটাই জনপ্রিয় হয়ে উঠেছেন যে শচীন টেন্ডুলকারকেও জনপ্রিয়তায় তিনি ছাড়িয়ে গেছেন, যা আমরা এই তালিকা তৈরি করতে গিয়ে দেখতে পেয়েছি’।  

এখানেই শেষ নয়, ক্যাটরিনাই একমাত্র বলিউড অভিনেত্রী যিনি ইন্ডিয়া টুডের এলিট পাওয়ার লিস্টে জায়গা করে নিয়েছেন এবং পাশাপাশি তিনিই হচ্ছেন সবচেয়ে বেশি গুগুলে সার্চ করা ইন্ডিয়ান সেলিব্রেটি।

বাংলাদেশ সময় ১৬৩০, জুন ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।