ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আবার একসঙ্গে ‘শহীদ-প্রিয়াঙ্কা’

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুন ৮, ২০১১

বলিউড সেলিব্রিটিদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন লেগেই থাকে। শহীদ কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কের টানাপোড়েন নিয়েও প্রায়ই শোনা যায় নানা কথা।

অনেকেরই ধারনা, ভেঙে গেছে তাদের সম্পর্ক। কিন্তু জনসচেতনতায় তারা দুজন আবারও একসঙ্গে পাশাপাশি কাজ করা শুরু করেছেন।

ভারতের এনডিটিভির আয়োজনে গ্রামবাসীদের সৌর শক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য শুরু হয়েছে ‘গ্রিনথন ম্যারাথন’ নামের একটি বিশেষ কার্যক্রম। এই কার্যক্রমে শহীদ কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়া পাশাপাশি কাজ করতে এগিয়ে এসেছেন। অনেকেই মনে করছেন, এই কার্যক্রমে অংশ নেওয়ার মধ্য দিয়ে শহীদ-প্রিয়াঙ্কার সম্পর্কটি আবারও জোড়া লাগলো।

প্রিয়াঙ্কার সঙ্গে তার সম্পর্কের কথা জানতে চাইলে শহীদ কাপুর বলেন, ‘আমরা অতীতে খুব ভালো বন্ধু ছিলাম। বর্তমানেও ভালো বন্ধু আছি। ভবিষ্যতেও ভালো বন্ধু থাকবো’। বন্ধুত্বের বাইরে তাদের অন্য কোনো গোপন সম্পর্ক আছে কিনা জানতে চাইলে শহীদ কাপুর বিষয়টি এড়িয়ে যান।

বাংলাদেশ সময় ১৮৫০, জুন ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।