ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অর্থমন্ত্রীর কাছে ইলিয়াস কাঞ্চনের অনুরোধ

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুন ১১, ২০১১

সম্প্রতি জাতিসংঘ আগামী দশ বছরের মধ্যে সমগ্র বিশ্বে সড়ক দুর্ঘটনার হার  ৫০% কমিয়ে আনার লক্ষ্যে বিশেষ কর্মসূচির ঘোষণা দিয়েছে। জাতিসংঘের এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন চলচ্চিত্র নায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

তবে গত ৯ জুন প্রকাশিত আগামী অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে অর্থ বরাদ্দ না রাখায় বিস্মিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। বাংলানিউজের মাধ্যমে তিনি এ বিষয়ে অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ
করলেন।

বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করে ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দূর্ঘটনায় প্রতি বছর সারা বিশ্বে কয়েক লক্ষ মানুষ প্রাণ হারায়। সড়ক দূর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন দেশে আলাদাভাবে বাজেট রাখা হয়। কিন্তু আমাদের দেশে এ বিষয়ে একেবারেই নজর দেওয়া হচ্ছে না। এটা দুঃখজনক।

অর্থমন্ত্রীর কাছে চলতি অর্থ বছরের বাজেটের রিভাইজড ভার্সনে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য ন্যুনতম অর্থ বরাদ্দ রাখার আবেদন জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসার অভাবে অনেকে প্রাণ হারান। থানা পর্যায়ে সড়ক দূর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য তাই বিশেষ অর্থ বরাদ্দ রাখা উচিত। এছাড়াও সরকারীভাবে ড্রাইভারদের প্রশিক্ষণ ও গণসচেতনতা তৈরির জন্যও বাজেটে আলাদা অর্থ বরাদ্দ রাখার জন্য আমি অর্থমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি।

ইলিয়াস কাঞ্চন আরো বলেন, আমাদের দেশে প্রতি বছরই সড়ক দুর্ঘটনায় প্রায় ১৮ হাজার লোক মারা যায়। দুর্ঘটনা জনিত কারণের মধ্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা আছে এক নম্বরে । যেখানে বিশ্বে এর অবস্থান পাঁচ নম্বরে। তাই সরকারের দৃষ্টি আকর্ষন করছি, যাতে সড়ক দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহনের প্রতি গুরুত্ব দেওয়া হয়। ।

‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রবর্তক ইলিয়াস কাঞ্চন ১১ জুন রাতের ফ্লাইটে ব্যবসায়িক কাজে মালয়েশিয়া গেছেন। এক সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরবেন। প্রতি বৃহস্পতিবার বৈশাখী টেলিভিশনে তার উপস্থাপনায় প্রচারিত হচ্ছে ‘ওয়ালটন নিরাপদ সড়ক চাই’ নামের একটি অনুষ্ঠান। সড়ক দুর্ঘটনা থেকে মানুষকে সচেতন করাই হচ্ছে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

বাংলাদেশ সময়: ১৭০৫, জুন ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।