ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শাহরুখ বনাম ফারাহ

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জুন ১১, ২০১১

বলিউড বাদশা শাহরুখ খান আর নৃত্য পরিচালক থেকে সফল চলচ্চিত্র পরিচালক হয়ে উঠা ফারাহ খানের বন্ধুত্বের কথা সবারই জানা। ‘ওম শান্তি ওম’ ছবির বিশাল সাফল্যের পর তাদের বন্ধুত্বের গভীরতা আরো বেড়ে যায়।

পরস্পরের পারিবারিক অনুষ্ঠানে তাদের উপস্থিত থাকতে দেখা যায়। কিন্তু কিছুদিন ধরে তাদের বন্ধুত্বে মেঘের কালো ছায়া নেমে এসেছে। ইদানীং অবশ্য দুজনই এই মান-অভিমান মিটিয়ে ফেলার চেষ্টা করছেন।

ফারাহ খানের ‘ওম শান্তি ওম’ ছবির সহকারী পরিচালক ও শাহরুখের ‘রা-ওয়ান’ ছবির চিত্রনাট্য রচয়িতা কনিকা দিল্লনের প্রথম উপন্যাস ‘বম্বে ডাক ইস এ ফিস’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। কথা প্রসঙ্গে ফারাহ খানের প্রশংসায় তিনি মেতে উঠেন।   তিনি বলেন, ‘ফারাহর মতো সৃজনশীল, আত্মবিশ্বাসী ও দৃঢ় চিত্তের মানুষ আমি কমই দেখেছি। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই চমৎকার’।

তাকে নিয়ে শাহরুখের চমৎকার এই মন্তব্য শুনে আনন্দ প্রকাশ করেন ফারাহ খান । তিনি বলেন, ‘আমি জানি আমার প্রতি শাহরুখের ধারণা বরাবরই উঁচু এবং আমি তার কথা বিশ্বাস করি’। এই মন্তব্য তাদের বন্ধুত্বের ফাঁটল জোড়া দিবে কিনা জানতে চাইলে ফারাহ বলেন, ওটা তো পাঁচ মাস আগেই মিটে গেছে। আমি আর শাহরুখ এই নিয়ে কথা বলতে বলতে এখন ক্লান্ত হয়ে গেছি। ’

বলিউডে রব আছে যে, ফারাহ আর শাহরুখ আগামীতে আর কখনো একসঙ্গে কাজ করবেন না। এ বিষয়ে জানতে চাইলে ফারাহ কোনো মন্তব্য করতে রাজি হন নি।

শাহরুখ খান ও ফারাহ খানের মধ্যে মতবিরোধ দেখা দেয় চলতি বছরের শুরুতে ‘হ্যাপি নিউ ইয়ার’ নামে একটি ছবির পরিকল্পনা নিয়ে, যেখানে কিং খানের প্রধান ভূমিকায় অভিনয়ের কথা ছিল। তাদের দুজনের দ্বন্দ্ব প্রকাশ পায় যখন ফারাহ খান তার ‘তিস মার খান’ ও ‘জোকার’ ছবি দুটোতে শাহরুখের পরিবর্তে অক্ষয়কে নিয়ে কাজ করেন। এই দুটো ছবির পরিচালনায় ফারাহ খান তার স্বামী শিরিষ কুন্দারকে নিয়ে আসেন।   এদিকে শাহরুখ তার নতুন ছবি ‘রা ওয়ান’ -এর নৃত্য পরিচালনায় ফারাহ খানকে বাদ দিয়ে গনেশ হাদেকে নিয়ে কাজ করেন।

একে অন্যের প্রতি সুন্দর মন্তব্যই  শাহরুখ খান ও ফারাহ খানের বন্ধুত্বের সাম্পানকে আবারও কাছাকাছি নিয়ে এসেছে বলে মনে করছেন অনেকেই।

বাংলাদেশ সময় ২১৪৫, জুন ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।