ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিপাশার সঙ্গে এবার ফাহমিদা নবী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জুন ১৩, ২০১১

আরটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন ‘বিপাশার সঙ্গে’। এ অনুষ্ঠানটি মুলত আমাদের দেশীয় ঐতিহ্য ভিত্তিক শিল্প-সংস্কৃতির সঙ্গতি-অসঙ্গতির বিভিন্ন দিক দর্শকদের সামনে তুলে ধরে।

নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াতের সঙ্গে প্রতি অনুষ্ঠানেই দেখা যায় বরেণ্য তারকাকে। অনুষ্ঠানের আগামী পর্বে অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় গায়িকা ফাহমিদা নবীকে।

‘বিপাশার সঙ্গে’ অনুষ্ঠানটির প্রতি পর্বে আলোচিত টেলি ও মঞ্চ কিছু নাটকের কিছু দৃশ্য দেখানো হবে। সেই সঙ্গে এতে থাকছে  বিশ্বের আলোচিত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও চিত্রশিল্পীদের উপরেও আলোকপাত।

আরটিভির জন্য অনুষ্ঠান সঞ্চালন ও পরিকল্পনা করেছেন বিপাশা হায়াত, অনুষ্ঠানটির নির্র্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন রবিশঙ্কর মৈত্রী আর প্রযোজনায় রয়েছেন কমল সরকার।

অনুষ্ঠানটি প্রতি মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে আরটিভিতে প্রচারিত হচ্ছে।

বাংলাদেশ সময় ২০১৫, জুন ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।