ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শিশুশ্রম রোধে রোকেয়া প্রাচীর স্ট্রিট শো

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জুন ১৪, ২০১১

নন্দিত অভিনেত্রী রোকেয়া প্রাচীর উদ্যোগে শিশুশ্রমের বিরুদ্ধে প্রতিবাদ দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে স্টিট শো। ১৫ জুন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে এই স্ট্রিট শো প্রদর্শিত হবে।

স্থান তিনটি হচ্ছে বিজয় স্মরণীতে অবস্থিত আইল্যান্ড, সোনারগাঁও হোটেলের সামনের আইল্যান্ড ও  শাহবাগের মোড় সংলগ্ন আইল্যান্ড ।  

 বেসরকারী উন্নয়ন সংস্থা আরসিডি কনসার্নের সোশ্যাল উইংস ব্ল্যাক ট্রুথ ফাউন্ডেশনের থিয়েটার গ্রুপ শিশু শ্রমের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে এই সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী স্ট্রিট শো’র আয়োজন করতে যাচ্ছেন রোকেয়া প্রাচী।

বাংলানিউজকে এ বিষয়ে তিনি বলেন, আমরা চাই শিশুশ্রম আমাদের দেশ তথা সারা বিশ্ব থেকে চিরতরে বিদায় নিক, সেই সঙ্গে সকল শ্রেণী-পেশার তথা বিশ্বের সর্বস্তরের মানুষ এবং ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত সকল শিশুরা এ ব্যাপারে পরিপূর্ণভাবে সচেতন হয়ে উঠুক। সবার মাঝে শিশুশ্রমের বিরুদ্ধে একটি সোচ্চার আন্দোলনের মনোভাব গড়ে তোলাই আমাদের এই প্রদর্শনীটির মূল উদ্দেশ্য।

রোকেয় প্রাচী আরো বলেন, আমাদের স্ট্রিট শোর মূল শ্লোগান হলো ‘আমরা শিশু, আমাদের একটাই কাজ, হাসি-হাসি খেলা-খেলা, গান গেয়ে লেখাপড়া’। এটি সামনে রেখেই প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে। এই স্ট্রিট শোর স্থায়ীত্বকাল হবে ৩০ মিনিট যেটি মাঝের কিছূ নির্দিষ্ট সময়ের বিরতি দিয়ে চলবে একটানা ২ ঘন্টা বা তারও কিছু সময় বেশি। স্ট্রিট শো বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলনের অংশ।

শিশুশ্রম রোধে আয়োজিত এই স্ট্রিট শো চ্যানেল আইতে ধারণ করে পরবর্তীতে প্রচার করা হবে। এবিসি রেডিও এটি সরাসরি সম্প্রচার করবে। স্ট্রিট শোটির মূল পরিকল্পনা রোকেয়া প্রাচীর। এটি নির্দেশনা দিবেন মোস্তাাফিজ শাহীন। আবহ সঙ্গীত পরিচালনায় থাকবেন এ কে আজাদ। মোট ৪৫ জন এই স্ট্রিট শোতে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, গত ১২ জুন ছিল শিশু শ্রমের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস। কিন্তু হরতাল থাকার কারণে স্ট্রিট শোটি পিছিয়ে দেয়া হয়।

বাংলাদেশ সময় ১৯১০, জুন ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।