ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

উষসী ঢাকায় আসছেন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, জুন ১৭, ২০১১

গতবছর আমেরিকার লাসভেগাসে অনুষ্ঠিত মিস ইন্ডিয়া ইউনিভার্স প্রতিযোগিতায় খেতাব বিজয়ী উষসী সেনগুপ্ত ঢাকায় আসছেন। ঢাকা ফ্যাশন উইকের শেষদিন ১৮ জুন শনিবার সন্ধ্যায় সমাপনী র‌্যাম্পে তিনি অংশ নিবেন।



মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত শনিবার সকালে ঢাকা আসবেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তিনি ঢাকার হোটেল ওয়েস্টিনের আতিথেয়তা গ্রহণ করবেন। এই দিন রাতে হোটেল ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিতব্য ফ্যাশন প্যারেডে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন উষসী। ঢাকা ফ্যাশন উইকের গ্র্যান্ড ফিনালেতে তিনি নিউ জরোয়া হাউসের পোশাক পরে র‌্যাম্পে অংশ নেবেন। একই ভেন্যুতে গত ১৬ জুন থেকে শুরু হয়েছে ঢাকা ফ্যাশন উইক।

২২ বছর বয়সী মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত কলকাতার মেয়ে। তার পূর্বপুরুষ বসবাস করতেন বাংলাদেশে। উষসী সেনগুপ্ত গত বছরের ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের পর্যটন-নগরী লাসভেগাসে অনুষ্ঠিত মিস ইন্ডিয়া ইউনিভার্স প্রতিযোগিতায় জয়ী হন। এরই মধ্যে মডেলিংয়ে তিনি তৈরি করেছেন ক্রেজ। মিস ইন্ডিয়া খেতাব জয়ের আগে থেকেই র‌্যাম্প-মডেল হিসেবে উষসী বেশ সুপরিচিত। ভারতের শীর্ষ-স্থানীয় এই র‌্যাম্প-মডেলের আগামী দিনের লক্ষ্য বলিউডে জায়গা করে নেওয়া।

বাংলাদেশ সময় : ০১৩৫, জুন ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।