ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঈদ সামনে রেখে অডিওবাজারে জমজমাট প্রস্তুতি

জাবেদ ইকবাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ৭, ২০১১

 

পাইরেসি ! পাইরেসি !! পাইরেসির হুমকিতে আশংকাজনক ভাবে কমে গেছে নতুন অ্যালবাম রিলিজ দেওয়ার হার। এই সময়ের অডিও বাজার হয়ে উঠেছে বিশেষ দিন আর উৎসব কেন্দ্রিক।

বরাবরের মতো ঈদকে সামনে রেখে চাঙ্গা হয়ে উঠছে দেশের অডিওবাজার। তারকাশিল্পীদের পাশাপাশি এবারের ঈদে আসছে নবীণ শিল্পীদের উল্লেখযোগ্য অ্যালবাম।

বছর পাচেঁক ধরে খুব একটা ভাল যাচ্ছে না গানের বাজার। তবুও ঈদ বলে কথা। হালের মিউজিক ক্রেজ মিলা,  ন্যান্সি, বালাম, আরফীন রুমী, হৃদয় খান, তিশমা, রাজিব, কণা ও আরো অনেকেই ঈদকে সামনে রেখে শেষ করে এনেছেন তাদের নতুন অ্যালবাম। রোজার দ্বিতীয় সপ্তাহ থেকেই এসব অ্যালবাম বাজারে আসতে শুরু করবে। আজকের প্রজন্মের শিল্পীদের পাশাপাশি সিনিয়র শিল্পীরাও অডিও বাজারে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হয়ে উঠেছেন মরিয়া। খ্যাতনামা শিল্পীদের অনেকেই ঈদের অ্যালবামের কাজ নিয়ে নিজ নিজ স্টুডিওতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এই ঈদে রিলিজের অপেক্ষায় রয়েছে জনপ্রিয় গায়ক কুমার বিশ্বজিতের পুরনো ৩২টি গানের চারটি রিমেক অ্যালবাম। বহুল আলোচিত এ অ্যালবামটির নামটি চমক জাগানিয়া ও দীর্ঘ,  ‘মেঘের পালকি একটা আকাশ স্বপ্নের আনাগোনা প্রেমের আবাস’। তারকা শিল্পীদের মধ্যে এই ঈদে প্রকাশ পাচ্ছে বেবী নাজনীন, মনির খান, ডলি সায়ন্তনী, আঁখি আলমগীর, এসডি রুবেল, রবি চৌধুরী, নকুল কুমার বিশ্বাসসহ আরো কয়েকজনের একক অ্যালবাম। । এছাড়াও প্রয়াত পপসম্রাট আজম খানের গাওয়া শেষ অ্যালবাম ‘তোমায় সালাম’ অ্যালবামটিও প্রকাশ পাবে ইমপ্রেস অডিও ভিশনের ব্যানারে।

এই সময়ের তারকাদের মধ্যে প্রকাশের তালিকায় রয়েছে বালামের চতুর্থ একক, পারভেজের দ্বিতীয় একক, প্রীতমের অষ্টম একক ‘ভালো থেকো’, মিলার চতুর্থ একক ও কণার তৃতীয় একক অ্যালবাম। তিশমা, কানিজ সুবর্ণা, তৌসিফ, ক্লোজআপ তারকা মুহিন, সাব্বিরসহ আরো বেশ কয়েকজন শিল্পী একক অ্যালবাম আসছে এই ঈদে। অডিও বাজারে ঈদ উপলক্ষে মিক্সড অ্যালবাম তুলনামূলক কম বের হলেও এবার মুক্তি পাবে বেশ কয়েকটি মিশ্র অ্যালবাম। এরই মধ্যে প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘ভালো বাসে না`, তানভীর তারেকের ‘কাহাতক’, রাকিব মোসাব্বিরের ‘জানি তুমি` এবং হৃদয় খানের ছোট ভাই প্রত্যয় খানের ‘এফএনএফ`সহ অন্যান্য মিশ্র অ্যালবাম ঈদের বাজারে রিলিজের জন্য প্রস্তু।

এই ঈদে সবচেয়ে চমক থাকছে ব্যান্ড অ্যালবামগুলোতে। এর মধ্যে সোলসের ‘জ্যাম’, এলআরবির ‘যুদ্ধ’, লালনের ‘পাগল’  প্রভৃতি অ্যালবামের কাজ শেষ । এছাড়া সম্ভাব তালিকায় রয়েছে মাইলস, নগর বাউল জেমস এবং অর্থহীনের অ্যালবাম।

এবারের ঈদে প্রায় চার বছর পর মুক্তি পাবে হাসানের একক অ্যালবাম । ছয় বছর পর পথিক নবীর একক অ্যালবাম ‘তঁরে তার’ ঐদের বাজারে প্রকাশ পাওয়ার কথা ।

সবমিলিয়ে এবারের ঈদে আনুমানিক অর্ধশতাধিক অ্যালবাম নিয়ে অডিও বাজার  চাঙ্গা হয়ে উঠবে। শিল্পীদের মধ্যে অ্যালবামের বানিজ্যিক সাফল্য নিয়ে চলবে জমজমাট প্রতিযোগিতা ।

বাংলাদেশ সময় ১৯২০, জুলাই ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।