ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পাল্টে যাওয়া তাহসিন

বিপুল হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুলাই ৮, ২০১১

সিফাত-ই তাহসিন, লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৯-এর শীর্ষ পাঁচের অন্যতম। প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে কখনো কল্পনাও করেন নি যে, কোনোদিন শোবিজে কাজ করবেন।

মাত্র দেড় বছরের ব্যবধানে পাল্টে গেছে তার সব ধ্যান-ধারণা আর চলার পথের গন্তব্য। অভিনয় আর মডেলিং হয়ে উঠেছে এখন তাহসিনের চলতি পথের অবলম্বন।

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তাহসিনের অংশ নেওয়াটা হঠাৎ করেই। বিজ্ঞাপন দেখে সাত-পাঁচ না ভেবেই এই গ্ল্যামার ইভেন্টে নাম লেখান। অডিশনে টিকে যাওয়ার পরও খানিকটা দ্বিধায় ভুগেছিলেন তিনি। প্রতিযোগিতার মাঠে নামবেন কি নামবেন না!

কী হয়, না হয়- এই কৌতুহল থেকেই তাহসিন যোগ দিয়েছিলেন গ্রুমিং ক্যাম্পে। অন্য প্রতিযোগীদের সঙ্গে ক্যাম্পে যোগ দেওয়ার পরই একটু একটু করে পাল্টানো শুরু করেন তাহসিন। মনে মধ্যে অনুভব করেন আত্মবিশ্বাস। আপন মেধায় ধাঁপের পর ধাঁপ ডিঙিয়ে উঠে আসেন সেরা পাঁচে।

ইভেন্ট শেষে পাল্টে যাওয়া তাহসিনের চিন্তা-চেতনার সবটুকু জুড়ে ভর করে শোবিজ। মিডিয়ায় স্থায়ী জায়গা করে নেওয়ার সংকল্পে তিনি ডানা মেলে দেন।

লাক্সের মতো ইভেন্ট থেকে বের হওয়ার পর অন্যদের যেভাবে টিভিনাটকে গ্ল্যামার-নির্ভর চরিত্রে অভিষেক হয়, তাহসিনের ক্ষেত্রে তা হয় নি। তিনি ক্যারিয়ার শুরু করেন সিরিয়াস চরিত্রে অভিনয়ের মাধ্যমে। সকাল আহমেদের পরিচালনায় ‘স্বপ্নে দেখা বাকীরা’ নামের একটি নাটকে প্রথম অভিনয় করেন। এতে তার চরিত্রটি ছিল খেটে খাওয়া একজন গার্মেন্টস কর্মীর। ননগ্ল্যামার এ চরিত্রটিতে তাহসিন দারুন মানানসই অভিনয় করেন।

এরপর তাহসিন কাজ করেন গুণী নির্মাতা গাজী রাকায়েতের ‘চাঁদমুখ’ নাটকে। এতে তাকে দেখা যায় গ্রামের অতি সহজ সরল এক মেয়ের ভূমিকায়। তার অভিনয় চরিত্রটিকে জীবন্ত করে তোলে। প্রথম দিকের এ দুটি নাটকের জন্যই তাহসিন পেয়ে যান সুপরিচিতি। দৃষ্টি কাড়েন নির্মাতাদের।

যদিও কেউ কেউ তাহসিনকে বলেছেন; ক্যারিয়ারের শুরুতেই  তুমি এমন ননগ্ল্যামারাস চরিত্রে কাজ করছো, পরে শুধু এধরনের চরিত্রেই সবাই তোমাকে ডাকবে। এসব কথার জবাবে তাহসিন বলেছেন, আমি আসলে এমন একজন অভিনয়শিল্পী হতে চাই, যে সব ধরনের চরিত্রেই কাজ করতে পারে। আমি শুধু হালকা চরিত্রে কাজ করব- এটি কখনোই মাথায় আনতে চাই না।

অন্যদের আশঙ্কা পরে অবশ্য ঠিক হয় নি। তাহসিন গ্ল্যামারাস-ননগ্ল্যামারাস সবধরণের চরিত্রেই এখন নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। তাহসিন অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- তুষার খানের ‘কচুরিপানা’, হুমায়ূন আহমেদের ‘রুবিকস্ কিউব’, ‘রুপার ঘণ্টা’, সাইফুল ইসলাম মান্নুর ‘তদন্ত’, সালাউদ্দিন লাভলুর ‘গরীবের বন্ধু’, অম্লান বিশ্বাসের ‘নো প্রবলেম’, সকাল আহমেদের ‘টার্মিনাল’ ও ‘সীমানা ছাড়িয়ে’, ওয়াহিদ আনামের ‘ভার্সিটি’, চয়নিকা চৌধুরীর ‘অনুভব’, শহীদুজ্জামান সেলিমের ‘সামান্তা’ প্রভৃতি। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘চৈতাপাগল’ ও অম্লান বিশ্বাস পরিচালিত ধারাবাহিক নাটক ‘নো প্রবলেম’-এ।

অন্য চ্যানেল আই সুপারস্টারদের পদাঙ্ক অনুসরণ করে গত আসরের তারকা তাহসিন বড়পর্দায় নাম লেখাতে যাচ্ছেন। বড়পর্দায় তার অভিষেক হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পিতা’র মাধ্যমে। ছবিটি পরিচালনায় রয়েছেন মাসুদ আকন্দ। ছবিটির শুটিং জুলাইয়ের মাঝামাঝিতে শুরু হওয়ার কথা।

বড়পর্দা অভিষেকের জন্য তাহসিন বর্তমানে রয়েছেন অধীর অপেক্ষায়। এ প্রসঙ্গে নিজের মনের অনুভূতির কথা জানিয়ে তিনি বাংলানিউজকে বলেন, অভিনয় শুরু করার পর থেকেই বড়পর্দায় কাজ করার স্বপ্ন দেখেছি। সেটা পূরণ হতে যাচ্ছে একটু দ্রুতই। এজন্য আমার খুব ভাল লাগছে। একটু একটু নার্ভাসও লাগছে। আশা করছি এটা শুটিং শুরু হওয়ার পর কেটে যাবে। ছবিতে আমি চেষ্টা করবো স্বাভাবিক অভিনয়টা করে যাওয়ার। আর বাকিটা দর্শকদের উপর। প্রথম ছবিতে যদি দর্শকদের মন জয় করতে পারি, তবেই চলচ্চিত্রে নিয়মিত হবো। অন্যথায় নয়। ।

ডিজিটাল ফরম্যাটে নির্মিতব্য ছবি ‘পিতা’-তে তাহসিনকে দেখা যাবে, অল্প বয়সে বিধবা এক নারীর ভূমিকায়। ছবিটির কাহিনী গড়ে উঠেছে মুক্তিযুদ্ধের উপর।

এ মুহূর্তে তাহসিন ব্যস্ত সময় কাটাচ্ছেন ঈদের নাটকের শুটিং নিয়ে। বিভিন্ন টিভি চ্যানেলে এবারের ঈদে তাহসিন অভিনীত প্রায় ডজনখানেক নাটক ও টেলিফিল্ম প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা ,জুলাই ০৮,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।