ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বড় তানিয়ার নির্দেশনায় ছোট তানিয়া

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১

নামের প্রথম অংশ দুজনেরই একই। মিডিয়ায় তাই তারা পরিচিত বড় তানিয়া আর ছোট তানিয়া হিসেবে।

তাদের একজন হলেন তানিয়া আহমেদ, অন্যজন হলেন তানিয়া হোসেইন। দুজনকেই পাশাপাশি অভিনয় করতে দেখা গেছে বিভিন্ন নাটকে। এবার তানিয়া আহমেদের নির্দেশনা একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন তানিয়া হোসেন।

তানিয়া আহমেদ মডেল হিসেবে যেমন জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি একজন অভিনেত্রী হিসেবেও দর্শকের কাছে হয়েছেন সমাদৃত। কয়েক বছর হলো তিনি নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

তানিয়া হোসেইন অভিনেত্রী হিসেবে অল্প সময়েই পেয়েছেন সুপরিচিতি। পাশাপাশি উপস্থাপনাতেও বেশ ভালো করছেন তিনি। টিভিনাটকে অভিনয়ের পাশাপাশি মঞ্চেও অভিনয় করছেন তিনি।

দুই তানিয়া প্রথমবার একসঙ্গে অভিনয় করেন শওকত আলী রানার নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘মুন্নুজান’-এ। এরপর আরো বেশ কয়েকটি নাটকে তারা একসাথে অভিনয় করেছেন। সর্বশেষ গোলাম হাবিব লিটুর নির্দেশনায় ‘ঝরা ফুল’ ধারাবাহিক নাটকে অভিনয় করেন। কিন্তু একসাথে একই নাটকে অভিনয় করলেও তানিয়া আহমেদের নির্দেশনায় কখনোই তানিয়া হোসেইনের কাজ করা হয়ে উঠেনি।   এই প্রথম তানিয়া আহমেদের নির্দেশনায় নাটকে অভিনয় করতে যাচ্ছেন তানিয়া হোসেইন। আগামী ঈদের জন্য তানিয়া আহমেদ নির্মাণ করবেন আজাদ আবুল কালামের রচনায় ‘ম্যাগনিসিফেন্ট থ্রি’ নাটকটি। সম্পূর্ণ কমেডি ধাঁচের এই নাটকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তানিয়া হোসেইন।

আগস্ট মাসের প্রথম সপ্তাহে পুরোনো ঢাকার আবহ জড়িত ঢাকার কোন একটি বাড়িতে এই নাটকের শুটিং হবে বলে জানিয়েছেন তানিয়া আহমেদ। নাটকটি প্রযোজনা করছেন টুম্পা আফরোজ।

তানিয়া হোসেইন সম্পর্কে নির্দেশক তানিয়া আহমেদ বলেন, ‘তানিয়া অনেক ভালো একজন অভিনেত্রী বলেই আমার নির্দেশিত নাটকে তাকে নিয়ে কাজ করছি। আশা করি সে অনেক মনোযোগ দিয়ে কাজটি করবে। ’ তানিয়া আহমেদের নির্দেশনায় প্রথমবারের মতো কাজ করা প্রসঙ্গে তানিয়া হোসেইন বলেন, ‘তানিয়া আপুর সাথে এর আগে বেশ কিছু নাটকে একসাথে কাজ করেছি। অনেক বড় মাপের একজন অভিনেত্রী তিনি। জুনিয়রদের তিনি খুবই সহযোগিতা করেন। যে কারণে তার সাথে স্বাচ্ছন্দ্যতার সাথে কাজ করা যায়। আশা করি তার নির্দেশনায় আমার প্রথম কাজটিও অনেক ভালো হবে। ’

তানিয়া আহমেদ প্রথম ২০০৭ সালে ‘আমার জোছনা দিনে’ নাটকটি নির্মাণ করেন। নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হয়েছিলো। এরপর তিনি হালখাতাসহ আরো বেশ কয়েকটি নাটক নির্মাণ করেন।

তানিয়া আহমেদ জানান, ‘ম্যাগনিসিফেন্ট থ্রি’ নাটকে আজাদ আবুল কালাম, আনিসুর রহমান মিলন, শতাব্দী ওয়াদুদ, নাফিজা, জেনী ও সাজু খাদেম।

বাংলাদেশ সময় ১৯৩০, জুলাই ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।