ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অ্যাকশন জুটি সোহান খান ও টয়া

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১১

অ্যাকশান ভিত্তিক টেলিফিল্ম ‘ `বাহিনী’-তে জুটি বেঁধে অভিনয় করেছেন সুপার হিরো খ্যাত সোহান খান ও লাক্স চ্যানেল আই সুপার স্টার টয়া। ফারজানা আফরিন রূপার রচনা ও ‘খোঁজ দ্যা র্সাচ’ চলচ্চিত্রের পরিচালক  ইফতেখার চৌধুরীর পরিচালনায় নির্মিত হয়েছে এই টেলিফিল্ম।



এতে দেখা যাবে, সন্ত্রাসী একটি পরিবারে জন্ম সোহান খানের । কিন্তু সন্ত্রাস পছন্দ না সোহানের। সে এসব ছেড়ে দিতে চায়। একজন স্বাভাবিক মানুষের জীবন যাপন করতে চায়। বাঁধা হয়ে দাঁড়ায় আপন বড় ভাই সোহেল খান। ছোট ভাইকে কোনভাবে মানাতে না পেড়ে তাকে মেরে ফেলার জন্য আদেশ দেয়। অলৌকিক ভাবে বেঁচে যায় সোহান। তার বেঁচে যাবার ঘটনা সে গোপন রাখে । এ সময় পরিচয় হয় টয়ার সাথে। টয়াকে বিয়ে করে স্বাভাবিক জীবন শুরু করে সোহান। কিন্তু বাদ সাধে আবার বড় ভাই সোহেল খান। বাধ্য হয়ে অস্ত্র হাতে তুলে  নেয় সোহান। শুরু হয় ভাইয়ে ভাইয়ে লড়াই। এভাবে  টেলিফিল্মের গল্প এগুতে থাকে।

টেলিফিল্ম ‘বাহিনী’ প্রচার হবে আগামী ২২ জুলাই শুক্রবার দুপুর ৩ টায় চ্যানেল আইয়ে ।

বাংলাদেশ সময় ১৮১০, জুলাই ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।