ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সাহসী মানুষের সন্ধানে

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১১

সাহসী মানুষের সন্ধানে আসছে ‘কিংবদন্তি সাহসিকতা পুরস্কার’। সিঙ্গার ও চ্যানেল আই’র উদ্যোগে এই কাযক্রমের আওতায় সারা দেশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাহসী মানুষ খুঁজে বের করে পুরস্কৃত করা হবে।

সমাজের উদ্যোগী মানুষ সন্ধান দেবেন তাদের চারপাশের সেইসব নিভৃতচারী সাহসী মানুষদের। তথ্যের ভিত্তিতে প্রাথমিক তালিকা তৈরি করবেন দেশের স্বনামখ্যাত ব্যক্তিত্বদের সমন্বয়ে ঘটিত জুরি বোর্ড। যাচাই বাছাই ও নানা বিচার-বিকেরে ফলাফল ঘোষণা করবেন তারা।

‘কিংবদন্তি সাহসিকতা পুরস্কার’ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ২১ জুলাই বৃহস্পতিবার সিঙ্গার ও চ্যানেল আই’র আয়োজনে ঢাকার রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ‘কিংবদন্তি সাহসিকতা পুরস্কার’-এর লোগো উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক আইজিপি এএসএম শাহজাহান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও টিআইবি’র ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম হামিম রাহমাতউল্লাহ এবং সিঙ্গার বাংলাদেশে লিমিটেডের মার্কেটিং কম্যুনিকেশন ম্যানেজার রাজিউর রহমান।

সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর তার বক্তব্যে বলেন, হামিম রাহমাতউল্লাহ ও আমাদের অন্যান্য বন্ধুদের নিয়ে গত বিশ্বকাপ দেখতে গিয়েছিলাম শ্রীলংকায়। আমাদের ধারণা ছিলো স্টেডিয়ামের টপ ফ্লোর আর কতই উচু হবে; বড়জোর তিন তলার সমান। কিন্তু আমাদের ধারণাটি মুহূর্তেই পাল্টে গেলো। স্টেডিয়ামের টপ ফ্লোরটি ছিলো দশতলা। অর্থাৎ আমাদের বসার স্থান ছিলো সেখানেই। আমরা সেরকম স্বপ্ন নিয়ে এগুচ্ছি, যা বাস্তবে না দেখলে ধারণা করা যাবে না। এ পুরস্কারের কার্যক্রম নিয়ে আমরা টিভি অনুষ্ঠান প্রচার করবো। তার মাধ্যমে দর্শক জানতে পারবেন এটি কত মূল্যবান পুরস্কার।

এ সময় উপস্থিত অতিথিরা এই পুরস্কার কার্যক্রমের লোগো উন্মোচন করেন। সুলতানা কামাল তার বক্তব্যে বীরশ্রেষ্ঠ হামিদের বীরশ্রেষ্ঠ হওয়ার ঘটনার স্মৃতিচারণ করে বলেন, সাহসীদের পুরস্কৃত করার এই উদ্যোগটি খুবই গুরুত্বপূর্ণ। হামিম রাহমাতউল্লাহ এ পুরস্কারের যাবতীয় দিক উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের সামনে উপস্থাপন করেন। তিনি বলেন, সারাদেশে সিঙ্গারের তিনশ শোরুম রয়েছে। শোরুমগুলোতে পুরস্কারে অংশগ্রহণ করার ফর্ম থাকবে। পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিতদের অর্থমূল্যসহ দেওয়া হবে একটি সনদপত্র।

‘কিংবদন্তি সাহসিকতা পুরস্কার’ জুরিবোর্ডে রয়েছেন সাতজন ব্যক্তিত্ব। তারা হলেন- অধ্যাপক আবদুুল্লাহ আবু সায়ীদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক আইজিপি এএসএম শাহজাহান, সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এ. এম. হামিম রাহমাতউল্লাহ।

আগামী ২১ আগস্ট পর্যন্ত এ কার্যক্রমে অংশ নেওয়া যাবে। ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে নির্ভীক কিংবদন্তি, দৃপ্ত কিংবদন্তি, সাধক কিংবদন্তি, সীমায় অসীম ও আজীবন সম্মাননা। গণমাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয়ার বিস্তারিত বিষয় জানিয়ে বিজ্ঞাপন প্রচার করা হবে।

এ বিষয়ে  আরো জানাতে হলে ফোন করা যাবে ৮৮৯১১৬০-৬৫৪, ৯৮৮৪১১৩, ০১৫৫২২০৫১৬০-২, ০১৭৫৭৯২২৪৩২-৩৩, ০১৭৫৫৫৫০০৪৬-৪৭ এই নম্বরগুলোতে।

বাংলাদেশ সময় ১৬৪৫, জুলাই ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।