ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

টপ মডেলের শিরোপা নির্ধারণী আসর

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১১

দেশের প্রথম ফিমেল মডেল হান্ট প্রতিযোগিতা ‘ভিট-চ্যানেল আই টপ মডেল-২০১১’ এর শিরোপা নির্ধারনী  আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬ জুলাই রবিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। অনুষ্ঠানে সেরা দশ প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত হবে এবারের টপ মডেল।



‘ভিট-চ্যানেল আই টপ মডেল-২০১১’ এর শিরোপা নির্ধারণী আসরের সেরা দশ প্রতিযোগী হলেন- নোমিরা আহমেদ রাখি, নুশরাত জাহান মেবিন, অপ্সরা আলী, হাসিন রওশন জাহান, মেহজাবিন মোর্শেদ লামিসা, উম্মে হাবিবা ইভা, সানজিদা ইসলাম তাহা, সানজিদা তন্ময়, সামিয়া জাহান মুন ও সৈয়দা আনুশে আলী।

প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন নোবেল, তানিয়া আহমেদ ও কানিজ আলমাস খান। ‘ভিট-চ্যানেল আই টপ মডেল-২০১১’ এর খেতাব অর্জনকারী প্রতিযোগী মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সূযোগ পাবেন। হেয়ার রিম্যুভাল ব্র্যান্ড ‘ভিট’ এই ফিমেল মডেল হান্ট প্রতিযোগিতার স্পন্সর।

গত ২৮ মার্চ থেকে এ প্রতিযোগিতার সূচনা হয়েছিলো। সারাদেশের প্রায় এক হাজারের কাছাকাছি তরুণী নিবন্ধন করেছিলো প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। সেখান থেকে প্রাথমিক বাছাই শেষে একশ জন তরুণীকে নির্বাচন করা হয় দ্বিতীয় রাউন্ডের জন্য। পর্যাক্রমে নির্বাচিত হয় ২০, ১৭, ১৫, ১২ এবং সর্বশেষ দশ জন। গত ৪ এপ্রিল থেকে চ্যানেল আইতে প্রচার শুরু হয়েছিলো এই প্রতিযোগিতা টিভি পর্বগুলো।

প্রতিযোগিতাটি উপস্থাপনা করছেন সিজেল মির্জা। পরিচালনা করছেন রায়হান খান। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ঢাকার সোনার গাঁও হোটেল থেকে চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে এদিন রাত ৭টা ৩০ মিনিটে।

বাংলাদেশ সময় ১৮১০, জুলাই ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।