ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এটিএন বাংলায় ‘চিলেকোঠার আসামী’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১১

এটিএন বাংলায় ২৮ জুলাই রাত ১১টায় প্রচার হবে লাক্স এ সপ্তাহের নাটক ‘চিলেকোঠার আসামী’। এম সাখাওয়াত হোসেনের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মাসুম আজিজ, মুনিরা মিঠু, তৌকীর আহমেদ, লায়লা ফেরদৌস হিমেল, প্রাণ রায়, উপমা, কাজী রাজু প্রমুখ।



এতে দেখা যাবে, পুলিশের এক উর্দ্ধতন কর্মকর্তা পৈত্রিক সুত্রে পাওয়া জমিদার বাড়িতে দুই মেয়ে হিমু আর কিমুকে নিয়ে মাঝে মাঝেই বেড়াতে যান। তারা যখনই সেখানে বেড়াতে যায় তখন ছাদের চিলেকোঠার ঘরে আড্ডা দেয়। কিন্তু এবার গিয়ে চিলেকোঠার ঘরের চাবি চাইলে কেয়ারটেকার আর কাজের মেয়ে চমকে ওঠে। কেননা সেই ঘরে এক খুনি যুবক পিস্তলের ভয় দেখিয়ে আশ্রয় নিয়েছে। কৌতুহলি হিমু এক সময় যুবকের সঙ্গে পরিচিত হয়ে জানতে পারে, পাড়ার বখাটে ছেলেরা এসিড মারার কারণে তার বোনের মৃত্যু হয়। প্রতিশোধ নিতে গিয়েই আজ সে ফেরারী খুনি। একদিন গোপন সংবাদ পেয়ে ঐ বাড়িতে পুলিশ হামলা করে। কিন্তু পুলিশ ভুল করে ঐ যুবককে গ্রেফতার না করে গ্রেফতার করে হিমুর ছোট বোন কিমুর আমন্ত্রণে বেড়াতে আসা যুবক মনলকে। এ ঘটনায় কিমু মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। এর সমাধান দেয় চিলেকোঠার ফেরারী যুবক।

বাংলাদেশ সময় ২১০৫, জুলাই ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।