ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নাচ আর নাটকে নাদিয়ার ব্যস্ততা

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

নন্দিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া। বেশ কিছু জনপ্রিয় বিজ্ঞাপনেও মডেল হয়েছেন।

বর্তমানে ঈদের নাটকের শুটিং নিয়ে কাটাচ্ছেন ব্যস্ত সময়। নাদিয়া অভিনীত বেশ কিছু টিভি নাটক এখন বিভিন্ন চ্যানেলে প্রচারিত হচ্ছে । পাশাপাশি স্টেজে নাচ করছেন নিয়মিত। ঈদের একাধিক বিশেষ নাচের অনুষ্ঠানে নাদিয়াকে দেখা যাবে।

সম্প্রতি এটিএন বাংলার ধারাবাহিক নাটক ‘নন্দিনী’ ১০০ পর্ব পূর্ণ করেছে। সৈয়দ আওলাদের চিত্রনাট্য, রচনা ও পরিচালনায় এতে নাম ভূমিকায়  অভিনয় করেছেন নাদিয়া। নাটকে প্রথম দিকে শ্বশুর-শাশুড়িসহ ননদরা তাকে অনেক আদরের মধ্যে রাখলেও ধীরে ধীরে পরিস্থিতি পাল্টে যায়। তার ওপর নেমে আসে বৈরী আচরণ। নানা অত্যাচার সে নীরবে সহ্য করে। চেষ্টা করে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মানিয়ে চলতে। শ্বশুরবাড়ির একটি আর্থিক সঙ্কটে সে এগিয়ে এসেছে। শ্বশুরবাড়ির সবাই একটু একটু করে নিজেদের ভুল বুঝতে শুরু করে। ধারাবাহিকটিতে নাদিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নাদিয়া বললেন, ‘নন্দিনী’ চরিত্রে প্রথমে অভিনয় করেছেন মৌসুমী বিশ্বাস। এরপর নাটকের গল্পে দেখা যায় নন্দিনীর স্বামী মীর সাব্বির তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এতে নন্দিনীর চেহারা ঝলসে যায়। তারপরের রূপ নিয়েই আমি অভিনয়ে আসি। বেশ ভাল লাগছে নাটকটিতে অভিনয় করতে। দর্শকদের কাছ থেকে খুব ইতিবাচক সাড়া পাচ্ছি।

nadiaনাদিয়া তার এই সময়ের কাজ জানতে চাইলে তিনি বলেন, আমার করা কয়েকটি ধারাবাহিক এখন বিভিন্ন চ্যালে প্রচারিত হচ্ছে । এটিএন বাংলায় চলছে রাজু খানের ধারাবাহিক নাটক ‘অগ্নীরথ’ । প্রচার শুরু হয়েছে বিক্রম খানের পরিচালনায় ‘আদর্শ মেস বাড়ি’। আরো প্রচার চলছে সৈয়দ আওলাদের ‘আলোকিত আঙ্গিনা’ এবং ‘নিকামালের বায়েস্কোপ’। এছাড়া বিটিভিতেও আমার অভিনীত দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। পাশাপাশি একপর্বে নাটকেও অভিনয় চালিয়ে যাচ্ছি।

ঈদের নাটকের শুটিং নিয়ে এখন নাদিয়া কাটাচ্ছেন ব্যস্ত সময়। তিনি বলেন, বিপাশা হায়াতের রচনা ও তৌকীর আহমেদের পরিচালনায় ‘মধ্যরাত ও ঝরা পাতার গল্প’ নাটকে অভিনয় করলমা। রাজেন্দ্রপুরে তৌকীর আহমেদের বাংলো বাড়িতে ঈদের এ নাটকটির শুটিং শেষ হয়েছে। আরো অভিনয় করছি এসএ হক অলীক, ফজলু আহমেদ, আমিরুল ইসলাম শোভা, মইন খান রূপী,ও তুষার খানের পরিচালনায় ঈদের বিশেষ নাটকে।

নাদিয়া জানালেন, আসছে ঈদের আনন্দমেলায় একটি বিশেষ নাচ নিয়ে তিনি দর্শকদের সামনে আসছেন।

বাংলাদেশ সময় ১৯০৫, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।