ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

আজকের বনলতা সেন : মোহনা টিভির আয়োজনে রিয়েলিটি শো

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১

স্যাটেলাইট চ্যানেল মোহনা টিভি ২০১০ সালের ৩১ জুলাই পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। পরীক্ষামূলক সম্প্রচার শুরুর একবছর পূর্তি উপলক্ষে চ্যানেলটি এবার আয়োজন করতে যাচ্ছে রিয়েলিটি শো ‘আজকের বনলতা সেন’।



মোহনা টেলিভিশন সূত্রে জানা গেছে, বর্তমানে বিভিন্ন টিভিচ্যানেলের উদ্যোগে যে সব ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, সেগুলো থেকে ‘আজকের বনলতা সেন’ অনেকটাই ব্যতিক্রমী। নতুন ধারণা নিয়ে শুরু হওয়া এই রিয়েলিটি শোর মাধ্যমে মোহনা টেলিভিশন খুঁজে নেবে আগামী দিনের সম্ভাবনাময়ী ও প্রতিশ্রুতিশীল অভিনেত্রীদেরকে। বর্তমানে মোহনা টেলিভিশনে প্রচার হচ্ছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী।

বাংলাদেশ সময় ১৯১০, জুলাই ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।