ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দেশে ফিরেছেন শিল্পী রথীন্দ্রনাথ রায়

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১১

প্রখ্যাত লোকসঙ্গীত ও ভাওয়াইয়া গানের শিল্পী রথীন্দ্রনাথ রায় আমেরিকার নিউইয়র্ক থেকে ০২ আগস্ট দেশে ফিরেছেন। কাতার এয়ারওয়েজ বিমানে ভোর ৫টায় ঢাকায় এসে পৌছান তিনি।



প্রখ্যাত শিল্পী রথীন্দ্রনাথ রায় তার পুরানা ঢাকার ওয়ারির বাড়ির পুণনির্মান কাজ চলায় বনানীতে ঘনিষ্ঠ বন্ধু মনসুর আহমেদ চৌধুরির বাসায় উঠবেন তিনি।

এ সম্পর্কে মনসুর আহমেদ চৌধুরী বলেন, রথীন্দ্রনাথ ঢাকায় পৌছে বর্তমানে বিশ্রামে আছেন। ঢাকায় বেশ কিছু অনুষ্ঠানে তিনি যোগ দিবেন। আগামী দু সপ্তাহ দেশে থাকার কথা রয়েছে তার।

গত ডিসেম্বরে কয়েক দিনের জন্য দেশে এসে ছিলেন রথীন্দ্রনাথ রায়। বর্তমানে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ স্থায়ীভাবে নিউইয়কের্র জ্যামাইকায় বসবাস করছেন।

বাংলাদেশ সময় ১৮২৫, আগস্ট ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।