ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দুর্গাপূজায় আসছে ‘রঙিন দেবদাস’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, আগস্ট ৩, ২০১১

অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’। একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম দ্বিতীয়বারের মতো উপন্যাসটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন ।

শুটিং আর এডিটিং শেষে বর্তমানে চলছে ছবিটির শেষ পর্যায়ো ডাবিং।   আগামী দুর্গাপূজা উপলক্ষে তার ‘রঙিন দেবদাস’ ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বনানীর রেইন স্টুডিওতে চলছে ‘রঙিন দেবদাস’-এর শেষ অংশের ডাবিং। কিছুদিনের মধ্যেই ছবির রি-রেকর্ডিংয়ের কাজ শুরু হবে। উপমহাদেশের চলচ্চিত্রে দুই দুইবার ‘দেবদাস’ নির্মাণের গৌরব অর্জনকারী পরিচালক চাষী নজরুল ইসলাম প্রায় ৩০ বছর পর দ্বিতীয়বারের মতো ‘দেবদাস’ বানাচ্ছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। তারকাসমৃদ্ধ এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, খলিলুর রহমান কাদরী, মহম্মদ হান্নানসহ অনেকেই।

বাংলাদেশে প্রথম নির্মিত ‘দেবদাস’-এ অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ, কবরী, রহমান ও আনোয়ারাসহ অনেকেই। ‘দেবদাস’ মুক্তির বিষয়ে চাষী নজরুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা নিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। আশীর্বাদ চলচ্চিত্র থাকছে ছবিটির পরিবেশনায়।

বাংলাদেশ সময় ০১১৫, আগস্ট ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।